বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে মুখিয়ে টাইগ্রেসরা

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭ আপডেট: : ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অতীত সাফল্যকে পেছনে ফেলে আসন্ন আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে আরও ভাল পারফরমেন্স করার জন্য মুখিয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।

২০২২ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল বাংলাদেশ। ঐ আসরে ৭ ম্যাচ খেলে মাত্র ১টি জয় ও ৬টিতে হেরেছিল টাইগ্রেসরা। লিগ পর্বে পাকিস্তানকে ৯ রানে হারিয়েছিল তারা। 

আসন্ন টুর্নামেন্টে পাকিস্তান ও শ্রীলংকাকে হারানোর ভাল সুযোগ আছে বাংলাদেশের। এমনটাই মনে করেন দলের প্রধান কোচ সারওয়ার ইমরান।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের আগে দলের অফিসিয়াল ফটোশুটের পর সাংবাদিকদের সারওয়ার ইমরান বলেন, ‘আমরা ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাব। তবে আমার মনে হয় পাকিস্তান এবং শ্রীলংকার মত দলকে হারানোর ভালো সুযোগ আমাদের রয়েছে।’

অভিজ্ঞ কোচ ইমরান জানান, টুর্নামেন্টে সব দলের সাথে শেষ পর্যন্ত লড়াই করতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ দল। তিনি বলেন, ‘কোন সন্দেহ নেই যে আমরা আমাদের শতভাগ মাঠে উজার করে দেব। কিন্তু ঐ দু’টি দল ছাড়া শক্তি এবং ক্রিকেট সংস্কৃতির দিক থেকে অন্যান্য দল আমাদের চেয়ে অনেক এগিয়ে।’

তিনি আরও বলেন, ‘আমরা সব ম্যাচ জয়ের জন্যই মাঠে নামব। যদি আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে যে কোন দলকে হারাতে পারব। আমরা কোন দলকে বড় হিসেবে দেখছি না। প্রতিপক্ষকে আমাদের মতই ভাবব এবং প্রতিটি ম্যাচ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামব।’

গত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় বাংলাদেশকে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে। সারওয়ার বলেন, ‘গত বিশ্বকাপে আমরা পাকিস্তানেকে হারিয়েছি। এবার আমরা আরও বেশি ম্যাচ জয়ের আশা করছি এবং এটাই আমাদের প্রধান লক্ষ্য।’

গত ফেব্রুয়ারির পর থেকে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে কিছু ম্যাচ খেলেছে এবং ফলাফল সন্তোষজনক ছিল না।

বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বলেন, ‘আমরা যদি বড় দলের বিপক্ষে খেলতে পারতাম তবে ভালো হত। বাংলাদেশে যত সুযোগ সুবিধা ছিল সেগুলো নেয়ার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রস্তুতি ভাল করার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। আমরা যা পাইনি, সেগুলো নিয়ে আমি চিন্তিত নই। আমাদের যে প্রস্তুতি থাকুক না কেন আমি বিশ্বাস করি খেলোয়াড়রা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদানের চেক হস্তান্তর
সার্ক কৃষি কেন্দ্রের আধুনিক ফসলের ক্ষেত্রে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু
মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কার গাড়ি বিস্ফোরণে নিহত বেড়ে ২৯
ফাইনালের আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ পাকিস্তান ও শ্রীলংকার
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকসহ ২ জন কারাগারে
পিরোজপুরকে পরাজিত করেছে বাগেরহাট
বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট
চসিকের বর্জ্য ব্যবস্থাপনায় নৌবাহিনীর ক্যাপ্টেন নিয়োগ 
বিএমইউতে এভিডেন্স বেইজড মেডিসিনে ১৭০ শিক্ষক-চিকিৎসকের প্রশিক্ষণ
নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিযানে ২ কোটি টাকার অবৈধ চিংড়ি রেণু জব্দ
১০