ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস): বর্তমান সরকারকে উচ্ছেদের প্রচেষ্টায় লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতারকৃত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকসহ দুইজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।
আজ পাঁচদিনের রিমান্ড শেষে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক এনায়েত করিম চৌধুরীর (৫৫) ও তার সহযোগী এসএম গোলাম মোস্তফা।
এর আগে গত ১৫ সেপ্টেম্বর এ মামলায় এনায়েত করিম চৌধুরীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান। ১৭ সেপ্টেম্বর এনায়েত করিম চৌধুরীর (৫৫) ও এসএম গোলাম মোস্তফার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহারা ফারজানা হক।
গত ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় রাজধানীর মিন্টো রোডের মন্ত্রীপাড়া এলাকায় প্রাডো গাড়িতে আরোহণ করে সন্দেহজনক চলাচল করতে দেখে তাকে আটক করে পুলিশ।
আটকের সময় এনায়েত করিম চৌধুরী জানান যে, তিনি বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তিনি গত ৬ সেপ্টেম্বর সকাল ৯টা ৫০মিনিটে নিউইয়র্ক থেকে কাতার এয়ারওয়েজ যোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বিশেষ একটি দেশের গোয়েন্দা সংস্থার চুক্তিভিত্তিক এজেন্ট তিনি।
তিনি বর্তমান সরকারকে পরিবর্তন করে নতুন জাতীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকার গঠনের নিমিত্তে কাজ করার জন্য বাংলাদেশে এসেছেন বলে জানান। বর্তমানে বাংলাদেশের অন্তবর্তীকালীন সরকার খুব নাজুক অবস্থায় আছেন এবং সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গত ১৪ সেপ্টেম্বর তার বিরুদ্ধে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন রমনা থানার এসআই আজিজুল হাকিম। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি এনায়েত করিম চৌধুরী বাংলাদেশের বৈধ অন্তবর্তীকালীন সরকারকে উৎখাতের লক্ষ্যে বিদেশি গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে দেশে এসে জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত আছেন। এটি গুরুতর অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।