রশিদ-কক্স নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল ইংল্যান্ড

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আদিল রশিদের বোলিং ও জর্ডান কক্সের ব্যাটিং নৈপুন্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতল ইংল্যান্ড। 

গতরাতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আইরিশদের ৬ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। সিরিজের প্রথম ম্যাচ ৪ উইকেটে জিতেছিল ইংলিশরা। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।

ডাবলিনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩০ রানের সূচনার পর ৫৮ রানে চতুর্থ উইকেট হারায় আয়ারল্যান্ড। ষষ্ঠ উইকেটে বেন কালিটজ ও গ্যারেথ ডেলানির ৩২ রানের জুটিতে চাপমুক্ত হয় আইরিশরা। 

কালিটজ ২২ রানে থামলেও ইনিংসের শেষ পর্যন্ত খেলে আয়ারল্যান্ডকে ২০ ওভারে ৮ উইকেটে ১৫৪ রানের সংগ্রহ এনে দেন ডেলানি।

২৯ বল খেলে ৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন ডেলানি। এছাড়া রস অ্যাডায়ার ২৩ বলে ৩৩ এবং হ্যারি টেক্টর ২৮ রান করেন। রশিদ ৩টি, লিয়াম ডওসন ও জেমি ওভারটন ২টি করে উইকেট নেন। 

১৫৫ রানের টার্গেটে খেলতে নেমে ৩৩ রানে ২ উইকেট হারায় ইংল্যান্ড। জশ বাটলার শূন্য ও অধিনায়ক জ্যাকব বেথেল ১৫ রানে আউট হন। তৃতীয় উইকেটে ৩২ বলে ৫৭ রানের জুটিতে ইংল্যান্ডকে লড়াইয়ে ফেরান ওপেনার ফিল সল্ট ও কক্স। 

২৩ বলে ২৯ রান করে সল্ট ফিরলে টম ব্যান্টনের সাথে ৩৫ বলে ৪৯ রানের জুটিতে ইংল্যান্ডকে জয়ের কাছে নিয়ে যান কক্স। দলের জয় থেকে ১৬ রান দূরে থাকতে আউট হন কক্স। ৪টি করে চার-ছক্কায় ৩৫ বলে ৫৫ রান করেন কক্স। 

পঞ্চম উইকেটে ১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন ব্যান্টন ও রেহান আহমেদ। ২৬ বলে ব্যান্টন ৩৭ এবং রেহান ৯ রানে অপরাজিত থাকেন। 

দারুণ বোলিংয়ে দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন রশিদ। সিরিজ সেরা হন সল্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ২৬ সেপ্টেম্বরের লিখিত পরীক্ষা স্থগিত
বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি বিরুদ্ধে সতর্ক করলেন এ্যানি
সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত পদক্ষেপ বাস্তবায়ন জরুরি: বিশেষজ্ঞরা
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের দুই এজেন্টের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান
ভবদহ অঞ্চলের জলাবদ্ধতা দূরীকরণে সমঝোতা স্মারক স্বাক্ষর: ৫টি নদী পুনঃখনন করবে সেনাবাহিনী
অবসর ভেঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
স্কুল হ্যান্ডবলের প্লেট পর্বে নির্ঝর ক্যান্টনমেন্ট ও উইলস লিটল ফ্লাওয়ার চ্যাম্পিয়ন
ঋতুপর্ণার মায়ের চিকিৎসায় প্রধান উপদেষ্টার অনুদানের চেক হস্তান্তর
সার্ক কৃষি কেন্দ্রের আধুনিক ফসলের ক্ষেত্রে প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ শুরু
মেক্সিকোতে গ্যাস ট্যাঙ্কার গাড়ি বিস্ফোরণে নিহত বেড়ে ২৯
১০