বিএনপির পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি, টেন্ডারবাজি বিরুদ্ধে সতর্ক করলেন এ্যানি

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৩৫ আপডেট: : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৮
আজ বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়ামে লক্ষ্মীপুর সদর পূর্ব বিএনপির সম্মেলনে কথা বলেন শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি এবং টেন্ডারবাজিসহ যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ‘দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি এবং টেন্ডারবাজিসহ যেকোনো ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড কেউ মেনে নেবে না। কোনও অবস্থাতেই তা হতে দেওয়া হবে না। এই ধরণের অপকর্মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আজ বিকেলে লক্ষ্মীপুর জেলা আউটডোর স্টেডিয়ামে সদর বিএনপি পূর্ব প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এ্যানি এ সতর্ক বার্তা দেন।

একটি স্বার্থান্বেষী মহল ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আসন্ন নির্বাচন বানচাল করার চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ‘কোনও ষড়যন্ত্রই সফল হবে না। ঐক্যবদ্ধভাবে এর মোকাবিলা করা হবে।’

জাতীয় নির্বাচনকে বিএনপির প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরে এ্যানি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর আগে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে টিমওয়ার্কের মাধ্যমে প্রতিটি ঘরে-ঘরে পৌঁছানোর পরামর্শ দিয়েছিলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা নির্দেশনা দল বাস্তবায়ন করছে।

প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি ছিলেন- চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক সচিব ইসমাইল জবি উল্লাহ, সভাপতিত্ব করেন- সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ।

অন্যান্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও লক্ষ্মীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, কেন্দ্রীয় বিএনপি নেতা আশরাফ উদ্দিন নিজান, ভিপি হারুনুর রশিদ, জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান, জেলা বিএনপি নেতা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বিএফএফ) সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা বিএনপি নেতা এডভোকেট হাফিজুর রহমান, এডভোকেট হারুনুর রশিদ বেপারী এবং বিএনপির পৌরসভা শাখার সভাপতি রেজাউল করিম লিটন উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
দেরিতে চিকিৎসা নিতে আসায় ডেঙ্গু রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে 
রাবি প্রো-ভিসি, প্রক্টরসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন : ভোটগ্রহণ ১৬ অক্টোবর
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পঞ্চমবারের মত সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে কর্ণফুলী জোনে নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন
১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৮২
রাসুল (সা.) এর সিরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে : ধর্ম উপদেষ্টা
১০