ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : অবসর ভেঙ্গে দক্ষিণ আফ্রিকার সীমিত ওভারের ফরম্যাটের দলে ফিরলেন উইকেটরক্ষক-ব্যাটার কুইন্টন ডি কক।
আসন্ন পাকিস্তান সফরে তিন ফরম্যাটের জন্য আজ পৃথক দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে ডি কককে। ইনজুরির কারণে টেস্ট দলে নেই নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমা। তার পরিবর্তে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন আইডেন মার্করাম।
২০২৩ সালের বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেন ডি কক। টি-টোয়েন্টি থেকে আনুষ্ঠানিক অবসর নেননি তিনি। তবে দেশের হয়ে আবারও ওয়ানডে ও টি-টোয়েন্টিতে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ডি কক। এজন্য পাকিস্তান সফরের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়েছে ডি কককে। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ দেশের হয়ে খেলেছেন তিনি।
এই দীর্ঘ সময়ে দক্ষিণ আফ্রিকার কোনো দলেই ডি কককে রাখেননি তাদের সাবেক কোচ রব ওয়াল্টার। কারণ তিনি এই অভিজ্ঞ ক্রিকেটারের দীর্ঘ মেয়াদী ভবিষ্যৎ পরিকল্পনা জানতেন না। মাঝের এই সময়ে বিশ্ব জুড়ে টি-টোয়েন্টি লিগে খেলেছেন। সোমবার শেষ হওয়া ক্যারিবিয়ান সুপার লিগেও খেলেছেন।
ডি ককের দলে ফেরা নিয়ে উচ্ছসিত দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড। তিনি বলেন, ‘সাদা বলের ফরম্যাটে ডি ককের ফেরা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। গত মাসে আলোচনার পরই পরিষ্কার হয়ে যায়, তার মধ্যে এখনও দেশের প্রতিনিধিত্ব করার আকাঙ্খা আছে। সবাই জানে দলে সে কতটা মান যোগ করতে পারে। তাকে দলে পাওয়া আমাদের জন্য দারুণ ব্যাপার।’
সর্বশেষ ইংল্যান্ড সিরিজে পায়ের পেশির ইনজুরির কারণে পাকিস্তান সিরিজে খেলতে পারবেন না বাভুমা। তার নেতৃত্বেই গত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল দক্ষিণ আফ্রিকা। বাভুমার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন মার্করাম।
২০২৩ সালের পর আবারও টেস্ট দলে ফিরেছেন অফ স্পিনার শিমরন হার্মার। কুঁচকির ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না দলে সেরা স্পিনার কেশব মহারাজ। দ্বিতীয় টেস্টের দলে পাওয়া যাবে তাকে।
পাকিস্তান সফরে ওয়ানেডেতে ম্যাথু ব্রিটস্কি এবং টি-টোয়েন্টিতে দলকে নেতৃত্ব দেবেন ডেভিড মিলার।
পাকিস্তান সিরিজ শুরুর আগে আগামী ১১ অক্টোবর উইন্ডহকে নামিবিয়ার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে প্রোটিয়ারা।
আগামী ১২ অক্টোবর থেকে লাহোরে প্রথম টেস্টে, ২০ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
২৮ অক্টোবর থেকে লাহোরে টি-টোয়েন্টি এবং ৪ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজ শুুরু হবে।
দক্ষিণ আফ্রিকার টেস্ট দল : আইডেন মার্করাম (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, জুবাইর হামজা, শিমরন হার্মার, মার্কো জানসেন, কেশব মহারাজ (দ্বিতীয় টেস্ট), উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, প্রেনেলান সুব্রায়েন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, কাইল ভেরেইনি।
দক্ষিণ আফ্রিকার ওয়ানডে দল : ম্যাথু ব্রিটস্কি (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, ডনোভান ফেরেইরা, বিয়ন ফোরটান জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, সিনেথেম্বা কেশিলে।
দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : ডেভিড মিলার (অধিনায়ক), কর্বিন বশ, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, ডনোভান ফেরেইরা, রেজা হেনড্রিকস, জর্জ লিন্ডা, কিউনা মাফাকা, লুঙ্গি এনগিডি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, লিজাড উইলিয়ামস।
নামিবিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল : ডনোভান ফেরেইরা (অধিনায়ক), নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েৎজি, কুইন্টন ডি কক, বির্জন ফরটুন, রেজা হেনড্রিকস, রুবিন হারমান, কিউনা মাফাকা, রিভালডো মুনসামি, এনকাবা পিটার, লুয়ান-ড্রি প্রিটোরিয়াস, আন্দিলে সিমেলানে, জ্যাসন স্মিথ ও লিজাড উইলিয়ামস।