এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের মতবিনিময় 

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫ আপডেট: : ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪
এটিইউ প্রধানের সঙ্গে এফবিআই কর্মকর্তাদের মতবিনিময়। ছবি: বাসস

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) প্রধান অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিমের সঙ্গে বাংলাদেশ ও শ্রীলঙ্কায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) কর্মকর্তাদের মত বিনিময় হয়েছে।

আজ সোমবার বিকেলে মার্কিন দূতাবাসের চার সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়।

মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রীলঙ্কার কলম্বোয় নিযুক্ত এফবিআইয়ের অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে কেইস ফেরেল। এসময় মার্কিন প্রতিনিধিদলে আরো ছিলেন, এফবিআই ঢাকার স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট সুসান ফিনবি, অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরন এবং ঢাকার মার্কিন দূতাবাসের পুলিশ লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম।

এছাড়া, এটিইউ’রর পক্ষ থেকে পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সংঘটিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা এটিইউ’রর বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন। মার্কিন প্রতিনিধিদল এটিইউ’র কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। 

ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদানসহ এক সঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জিম্মিদের দ্বিতীয় দলকে রেড ক্রসের কাছে হস্তান্তর
এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল ১৬ অক্টোবর
কুমিল্লায় দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইউক্রেনকে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিতে পারেন, পুতিনের প্রতি ট্রাম্পের হুমকী
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্প ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাজা শান্তি সম্মেলনে যোগ দেবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
নওগাঁয় তরুণদের মধ্যে ফুটবল ও জার্সি বিতরণ
দুর্যোগ প্রশমন দিবসে ফেনীতে ভূমিকম্প বিষয়ক মহড়া
খুলনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ইসরাইলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 
১০