জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে কর্ণফুলী জোনে নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৭

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে কুমিল্লায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কর্ণফুলী জোনে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি। রানার্স আপ হয়েছে খাগড়াছড়ি। 

এদিকে পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি। আগামীকাল পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

কুমিল্লা জিমন্যেসিয়ামে আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। নারী বিভাগে চারটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বীতা করে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে। গতকাল রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে পরাজিত করেছিল। আজ বাকি দুই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে।

আজ রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে ৫০-১৯ পয়েন্টে খাগড়াছড়িকে এবং পরের ম্যাচে স্বাগতিক কুমিল্লাকে ৪৯ -২৫ পয়েন্টে হারায়। অন্যান্য খেলায় চট্টগ্রাম ৫৯-৬ পয়েন্টে কুমিল্লাকে ও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খাগড়াছড়ি ৩২-৩১ পয়েন্টে চট্টগ্রামকে পরাজিত করেছে। 

পুরুষ বিভাগে ক-গ্রুপে চ্যাম্পিয়ন কুমিল্লা ও রানার্স আপ হয়েছে নোয়াখালী। আর খ-গ্রুপে চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও রাঙ্গামাটি হয়েছে রানার্সআপ। রাঙ্গামাটি ৪৯ -২৫ পয়েন্টে খাগড়াছড়িকে, কুমিল্লা ৬২-১৬ পয়েন্টে নোয়াখালীকে এবং চট্টগ্রাম ৫১-২১ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০