জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে কর্ণফুলী জোনে নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৭

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে কুমিল্লায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কর্ণফুলী জোনে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি। রানার্স আপ হয়েছে খাগড়াছড়ি। 

এদিকে পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি। আগামীকাল পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

কুমিল্লা জিমন্যেসিয়ামে আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। নারী বিভাগে চারটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বীতা করে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে। গতকাল রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে পরাজিত করেছিল। আজ বাকি দুই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে।

আজ রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে ৫০-১৯ পয়েন্টে খাগড়াছড়িকে এবং পরের ম্যাচে স্বাগতিক কুমিল্লাকে ৪৯ -২৫ পয়েন্টে হারায়। অন্যান্য খেলায় চট্টগ্রাম ৫৯-৬ পয়েন্টে কুমিল্লাকে ও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খাগড়াছড়ি ৩২-৩১ পয়েন্টে চট্টগ্রামকে পরাজিত করেছে। 

পুরুষ বিভাগে ক-গ্রুপে চ্যাম্পিয়ন কুমিল্লা ও রানার্স আপ হয়েছে নোয়াখালী। আর খ-গ্রুপে চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও রাঙ্গামাটি হয়েছে রানার্সআপ। রাঙ্গামাটি ৪৯ -২৫ পয়েন্টে খাগড়াছড়িকে, কুমিল্লা ৬২-১৬ পয়েন্টে নোয়াখালীকে এবং চট্টগ্রাম ৫১-২১ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০