জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে কর্ণফুলী জোনে নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪৭

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে কুমিল্লায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে কর্ণফুলী জোনে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙ্গামাটি। রানার্স আপ হয়েছে খাগড়াছড়ি। 

এদিকে পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙ্গামাটি। আগামীকাল পুরুষ বিভাগের দুটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। 

কুমিল্লা জিমন্যেসিয়ামে আজ প্রতিযোগিতার দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়। নারী বিভাগে চারটি দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রতিদ্বন্দ্বীতা করে। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার পথে রাঙ্গামাটি তাদের দুর্দান্ত পারফরম্যান্স অব্যাহত রাখে। গতকাল রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে পরাজিত করেছিল। আজ বাকি দুই ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করে।

আজ রাঙ্গামাটি তাদের প্রথম ম্যাচে ৫০-১৯ পয়েন্টে খাগড়াছড়িকে এবং পরের ম্যাচে স্বাগতিক কুমিল্লাকে ৪৯ -২৫ পয়েন্টে হারায়। অন্যান্য খেলায় চট্টগ্রাম ৫৯-৬ পয়েন্টে কুমিল্লাকে ও এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খাগড়াছড়ি ৩২-৩১ পয়েন্টে চট্টগ্রামকে পরাজিত করেছে। 

পুরুষ বিভাগে ক-গ্রুপে চ্যাম্পিয়ন কুমিল্লা ও রানার্স আপ হয়েছে নোয়াখালী। আর খ-গ্রুপে চট্টগ্রাম চ্যাম্পিয়ন ও রাঙ্গামাটি হয়েছে রানার্সআপ। রাঙ্গামাটি ৪৯ -২৫ পয়েন্টে খাগড়াছড়িকে, কুমিল্লা ৬২-১৬ পয়েন্টে নোয়াখালীকে এবং চট্টগ্রাম ৫১-২১ পয়েন্টে খাগড়াছড়িকে হারিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০