পঞ্চমবারের মত সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫০

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : পঞ্চমবারের মত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) চ্যাম্পিয়ন হয়েছে বলিউড তারকা শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্স। গতরাতে সিপিএলের ত্রয়োদশ আসরের ফাইনালে নাইট রাইডার্স ৩ উইকেটে হারিয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে। 

ঘরের মাঠে টস জিতে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেটে ১৩০ রানের মামুলি সংগ্রহ পায় গায়ানা। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন পাকিস্তানের ইফতিখার আহমেদ। এছাড়া ডোয়াইন প্রিটোরিয়াস ২৫ ও বেন ম্যাকডরমেট ২৮ রান করেন। 

নাইট রাইডার্সের বাঁ হাতি পেসার সৌরভ নেত্রাভালকার ২৫ রানে ৩ উইকেট নেন।

জবাবে ১১৬ রানে ৭ উইকেট পতনে হারের শঙ্কায় পড়ে নাইট রাইডার্স। ঐসময় জয়ের জন্য ৩ উইকেট হাতে নিয়ে ২২ বলে ১৫ রান প্রয়োজন ছিল তাদের। 

অষ্টম উইকেটে ১০ বলে ১৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে নাইট নাইডার্সের শিরোপা নিশ্চিত করেন কেসি কার্টি ও আকিল হোসেন। ১৮তম ওভারের শেষ দুই বলে ছক্কা ও চার মেরে দলকে জয়ের বন্দরে নেন আকিল।

বল হাতে ২ উইকেট নেওয়ার পাশাপাশি ৭ বলে অপরাজিত ১৬ রান করে ম্যাচ সেরা হন আকিল। ৩৮৩ রান ও ১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হন কাইরন পোলার্ড।

এর আগে ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ সালে সিপিএলের শিরোপা জিতেছিল নাইট রাইডার্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
বাংলাদেশকে সক্ষমতা বৃদ্ধি, নীতিগত ধারাবাহিকতা ও বৈশ্বিক সহযোগিতাকে অগ্রাধিকার দিতে হবে: সিপিএ চেয়ারম্যান
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
১০