বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ২২:১১
ছবি: সংগৃহীত

ঢাকা, ২২ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : কানাডার আন্তর্জাতিক উন্নয়ন, গ্লোবাল অ্যাফেয়ার্স-এর নবনিযুক্ত দক্ষিণ এশিয়ার মহাপরিচালক জঁ-ক্রিশ্চিয়ান ব্রিলাঁ আজ তার প্রথম সরকারি সফরে ঢাকায় এসে প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে বাংলাদেশি যুবকদের ক্ষমতায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

তিনি আজ কানাডার দীর্ঘদিনের অংশীদার সংস্থা ইউসিইপি বাংলাদেশ পরিদর্শন করেন। ইউসিইপি সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের বিশেষ করে নারী ও মেয়েদের, সেবাযত্ন, ওয়েল্ডিং, অটো মেকানিক্সসহ বিভিন্ন ক্ষেত্রে হাতে-কলমে প্রশিক্ষণ দিয়ে থাকে, বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সফরকালে ব্রিলাঁ প্রশিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং সরাসরি প্রত্যক্ষ করেন কানাডার পাঁচ বছরের ১ কোটি ২০ লাখ কানাডিয়ান ডলারের সহায়তায় তরুণদের জন্য শিক্ষা ও দক্ষতা অর্জনের যে সুযোগ সৃষ্টি হয়েছে, যা তাদেরকে বৈশ্বিক শ্রমবাজারে প্রতিযোগিতায় সক্ষম করে তুলছে।

কানাডা জোর দিয়ে বলেছে, ইউসিইপি বাংলাদেশের সঙ্গে তাদের অংশীদারিত্ব জীবনের পরিবর্তনে তাদের বিস্তৃত অঙ্গীকারের প্রতিফলন। অন্তর্ভুক্তিমূলক ও লিঙ্গ-সংবেদনশীল দক্ষতা প্রশিক্ষণের মাধ্যমে মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও টেকসই জীবিকা নিশ্চিত করাই এর লক্ষ্য।

সংবাদ বিজ্ঞপ্তিতে কানাডার হাইকমিশন বলেছে, ‘বাংলাদেশের যুবকদের সম্ভাবনা বাস্তবায়নে এবং সমাজকে শক্তিশালী করতে সহায়ক হবে এমন অন্তর্ভুক্তিমূলক প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা উন্নয়নে কানাডা অঙ্গীকারবদ্ধ থাকবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অস্ত্র মামলায় রিমান্ড শেষে কারাগারে টগর
সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
দুর্গাপূজা উপলক্ষে খাগড়াছড়িতে সেনাবাহিনীর শুভেচ্ছা উপহার প্রদান
খুলনায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে প্রশিক্ষণার্থীদের মাঝে চেক বিতরণ
বাংলাদেশি যুবকদের দক্ষতা প্রশিক্ষণে সহায়তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কানাডা
সাবেক আইজিপি বেনজীরের ক্যাশিয়ার জসিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বরিশালে নবনির্মিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল জাপান
চীনা রাষ্ট্রদূতের সাথে ডাকসু নেতৃবৃন্দের সাক্ষাৎ
পূজামন্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
প্রবাসীদের পোস্টাল ভোটিং প্রক্রিয়া প্রকাশ করেছে ইসি
১০