স্কুল হ্যান্ডবলের প্লেট পর্বে নির্ঝর ক্যান্টনমেন্ট ও উইলস লিটল ফ্লাওয়ার চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৯:২৫

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : সোমবার শেষ হল পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবলের প্লেট পর্ব। এই পর্বে বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে যথাক্রমে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ।

পল্টনস্থ শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে সোমবার বালক বিভাগের ফাইনালে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২৮-২৫ গোলে হারিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝরকে। প্রথমার্ধে জয়ী দল ২৮-২৫ গোলে এগিয়ে ছিল। 

এর আগে প্রথম সেমিফাইনালে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ১৫-৬ গোলে হারায় মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে। অন্য সেমিফাইনালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ, নির্ঝর ১৬-১০ গোলে হারায় মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়কে। 

বালিকা বিভাগের ফাইনালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ৩-১ গোলে হারিয়েছে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়কে। প্রথমার্ধ ১-১ গোলে ড্র ছিল। 

এর আগে প্রথম সেমিফাইনালে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ ৩-১ গোলে হারায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজকে (বনানী)। দ্বিতীয় সেমিফাইনালে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ৮-৫ গোলে হারায় সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজকে।  

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের কোষাধ্যক্ষ মোঃ খালেদ আনোয়ার। এছাড়া উপস্থিত ছিলেন টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ঢাকা আইসক্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং আবদুল্লাহ আল মামুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুলনায় তৃণমূল নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ভাতার চেক বিতরণ
দেরিতে চিকিৎসা নিতে আসায় ডেঙ্গু রোগীর মৃত্যুর ঝুঁকি বাড়ছে 
রাবি প্রো-ভিসি, প্রক্টরসহ কর্মকর্তাদের লাঞ্ছিতের ঘটনায় ঢাবি সাদা দলের নিন্দা
রাকসু নির্বাচনের তারিখ পরিবর্তন : ভোটগ্রহণ ১৬ অক্টোবর
চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পঞ্চমবারের মত সিপিএলে চ্যাম্পিয়ন নাইট রাইডার্স
জাতীয় কাবাডি চ্যাম্পিয়নশিপে কর্ণফুলী জোনে নারী বিভাগে রাঙ্গামাটি চ্যাম্পিয়ন
১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬৮২
রাসুল (সা.) এর সিরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে : ধর্ম উপদেষ্টা
১০