হালান্ডের হ্যাটট্রিকে নরওয়ের জয়, এস্তোনিয়াকে হারিয়ে আশা টিকিয়ে রেখেছে ইতালি

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৮:৩০

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : আর্লিং হালান্ডের হ্যাটট্রিকে শনিবার ইসরায়েলকে বিশ্বকাপ বাছাইপর্বে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে নরওয়ে। এর মাধ্যমে হালান্ড সবচেয়ে কম সময়ে ক্যারিয়ারের ৫০তম আন্তর্জাতিক গোলের মাইলফলক স্পর্শ করেছেন। এই জয়ে ১৯৯৮ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপে খেলার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে নরওয়ে।

নরওয়ের হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে দ্রুততম সময়ে ৫০ গোল করার কৃতিত্ব দেখিয়েছেন হালান্ড। মাত্র ৪৬ ম্যাচে তার গোলসংখ্যা বর্তমানে ৫১টি।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ওসলোতে ম্যাচের আগে শত শত মানুষ ফিলিস্তিনপন্থী বিক্ষোভে অংশ নেয়, গাজায় ইসরায়েলের "গণহত্যার" বিরুদ্ধে প্রতিবাদ জানাতে "ফ্রি ফিলিস্তিন" স্লোগান দেয়।

নরওয়েজিয়ান পুলিশ এসময় কাঁদানে গ্যাস ছুঁড়ে ফিলিস্তিনপন্থী কর্মীদের সমাবেশ ছত্রভঙ্গ করে দেয় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে।

এই জয়ে নরওয়ে ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ-আই’র শীর্ষে অবস্থান করছে। ৬ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে থাকা ইতালি আরেক ম্যাচে এস্তোনিয়েকে ৩-১ গোলে পরাজিত করে বিশ্বকাপের আশা টিকিয়ে রেখেছে।

ওসলোতে সহজ জয় গ্রুপে নরওয়ের অবস্থান শক্তিশালী করেছে। আগামী মঙ্গলবার উদিনেসে পরের ম্যাচে ইতালির মুখোমুখি হবে ইসরায়েল। বিশ্বকাপে খেলার স্বপ্ন ধরে রাখতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই ইসরায়েলের।

ম্যাচের ৬ মিনিটে হালান্ডের পেনাল্টি রুখে দেন ইসরায়েল গোলরক্ষক ড্যানিয়েল পেরেজ। কিন্তু পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াক নির্দেশ দেন পেনাল্টিটি পুনরায় নেওয়ার, কারণ পেরেজ আগেই গোললাইন ছেড়ে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়বারও হালান্ডকে রুখে দেন পেরেজ।

১৮ মিনিটে আনা খালাইলির আত্মঘাতি গোলে এগিয়ে যায় নরওয়ে। ২৭ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন হালান্ড। বিরতির আগে ইদান নাচিমাসের আরো এক আত্মঘাতি গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় নরওয়ে। ৬৩ মিনিটে শক্তিশালী হেডে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড হালান্ড নিজের দ্বিতীয় গোল করেন। ম্যাচ শেষের ১৮ মিনিট আগে জাতীয় দলের হয়ে ষষ্ঠ হ্যাটট্রিক পূরণ করেন হালান্ড।

২০১৪ সালের পর প্রথমবারের মত বিশ্বকাপের মূল পর্বে খেলার স্বপ্নে বিভোর ইতালি মোয়েস কিন, মাতেও রেটেগুই ও পিও এস্পোসিটোর গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছেড়েছে। এই জয়ে ইসরায়েলের থেকে তিন পয়েন্ট এগিয়ে গ্রুপ-আই’র দ্বিতীয় স্থানে উঠেছে আজ্জুরিরা। এতে অন্তত প্লে-অফে খেলার সুযোগ টিকে থাকলো ইতালির। পরের ম্যাচে ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

লিসবনে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দ্বিতীয়ার্ধের পেনাল্টি রুখে দিয়েছিলেন আয়ারল্যান্ডের গোলরক্ষক কাওয়িমিহিম কেলেহার। যদিও শেষ পর্যন্ত ইনজুরি টাইমে রুবেন নেভেসের হেডের গোলে পর্তুগাল তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। কষ্টার্জিত এই জয়ে হাঙ্গেরির থেকে পাঁচ পয়েন্ট এগিয়ে এফ-গ্রুপের শীর্ষস্থানে রয়েচে পর্তুগীজরা।

আরেক ম্যাচে হাঙ্গেরি ২-০ গোলে আর্মেনিয়াকে পরাজিত করেছে।

ইউরোপীয়ান চ্যাম্পিয়ন স্পেন ইয়েরেমি পিনো ও মিকেল ওয়ারজাবালের গোলে জর্জিয়াকে ২-০ ব্যবধানে পরাজিত করে বাছাইপর্বে তিন ম্যাচে শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে।

সোফিয়ায় বুলগেরিয়াকে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ-ই’তে স্পেনের থেকে তিন পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে তুরষ্ক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আন্ত:বাহিনী অ্যাথলেটিকস প্রতিযোগিতা শুরু
মধ্যপ্রাচ্যের মতো ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পকে জেলেনস্কির আহ্বান
ন্যাম বৈঠকে যোগ দিতে কাম্পালার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্ব রেকর্ড গড়লেন মান্ধানা
অনিয়মের অভিযোগে বিডিরেনে দুদকের অভিযান
শিশুর সুরক্ষায় টাইফয়েড টিকাদান কর্মসূচি একটি মাইলফলক : শারমীন এস মুরশিদ
আওয়ামী লীগের দুর্নীতির কারণে সার কারখানা বন্ধ হয়ে গেছে : ড. মঈন খান
সরকারি কর্মকর্তাদের শুরু থেকে শেষ পর্যন্ত সততা ও নৈতিকতা ধারণ করতে হবে : ভূমি সচিব
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
শিশু অধিকার ও টেকসই উন্নয়নে ইউনিসেফ ও আইসিসিবির যৌথ সংলাপ অনুষ্ঠিত
১০