চট্টগ্রাম, ২২ অক্টোবর ২০২৫ (বাসস) : আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫’।
টুর্নামেন্ট উপলক্ষে বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশের ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন।
এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। শুক্রবার সকালে প্রথমে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচে জয়ী দুই দল বিকেল ৩টায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে।
মাহবুবের রহমান শামীম জানান জাতীয় দলের সাবেক ফুটবলার এবং তারকা ফুটবলারদের নিয়ে এসব দল গঠন করা হয়েছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আয়োজনে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।
টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানো আরো উপস্থিত থাকবেন সাফজয়ী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।