তৃণমূল খেলোয়াড়দের উৎসাহ দিতে জিয়া ফুটবল টুর্নামেন্ট: শামীম

বাসস
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৫, ১৯:০৭
ছবি : বাসস

চট্টগ্রাম, ২২ অক্টোবর, ২০২৫ (বাসস): বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত চট্টগ্রাম। কালুরঘাট বেতার কেন্দ্র থেকে জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। চট্টগ্রাম থেকেই তিনি বলেছিলেন ‘উই রিভোল্ট’। 

তিনি বলেন, ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উৎসাহে দেশে ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে জিয়া ফুটবল টুর্নামেন্টের আয়োজন।

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের কনফারেন্স হলে ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট- ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মাহবুবের রহমান শামীম জানান, আগামী ২৪ অক্টোবর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে ‘জিয়া ফুটবল টুর্নামেন্ট- ২০২৫’ অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে প্রথমে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচে জয়ী দুই দল বিকেল ৩টায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন। এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। জাতীয় দলের সাবেক ফুটবলার এবং তারকা ফুটবলারদের নিয়ে এসব দল গঠন করা হয়েছে। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। উদ্বোধক থাকবেন সাফজয়ী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক।

জিয়া ফুটবল টুর্নামেন্টের মিডিয়া কমিটির আহবায়ক বিপ্লব দে পার্থ’র সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও প্রচার কমিটির আহবায়ক ইসরাফিল খসরু, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান, জাতীয়তাবাদী ক্রীড়া দলের কেন্দ্রীয় সদস্য সচিব ও জিয়া ফুটবল টুর্নামেন্টের প্রধান সমন্বয়কারী জাহেদ পারভেজ চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের বৈঠক
গণভোটের আগে তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই: নাহিদ ইসলাম
দুদকের মামলায় কারাগারে কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ৩৫৫ কোটি টাকা, সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জাবি ভিসির
আইআরআই প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের বৈঠক
রংপুর অঞ্চলের উন্নয়নে শিল্পায়ন জরুরি : ব্যারিস্টার ফুয়াদ
আইএলও কনভেনশনে স্বাক্ষর, শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা
নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
ফ্রন্টলাইনে যুদ্ধ থামাতে ট্রাম্পের প্রস্তাব ‘ভালো সমঝোতা’ : জেলেনস্কি
১০