জেমিসনের বদলি টিকনার

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৭:০৫

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচ ওয়ানডে সিরিজে কাইল জেমিসনের পরিবর্তে ব্লেয়ার টিকনারকে দলে নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের আগে অনুশীলন চলাকালীন বাঁ-দিকে অস্বস্তি অনুভব করেন জেমিসন। এতে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান তিনি।

জেমিসনের পরিবর্তে টিকনারকে দলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নিউজিল্যান্ডের প্রধান কোচ রব ওয়াল্টার। তিনি বলেন, ‘টিকনার অভিজ্ঞ খেলোয়াড় এবং আন্তর্জাতিক ক্রিকেটে অপরিচিত নন। বল হাতে নিজের যোগ্যতার প্রমাণ দিয়েছে সে। জেমিসনের জায়গা পূরণের সক্ষমতা টিকনারের আছে।’

২০২৩ সালে সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন টিকনার। ২০২২ সালে অভিষেকের পর দেশের হয়ে ১৩ ওয়ানডেতে ১৬ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি পেসার।

এছাড়া নিউজিল্যান্ডের হয়ে ৩ টেস্টে ১২টি এবং ১৮ টি-টোয়েন্টিতে ১৯ উইকেট শিকার করেছেন টিকনার।

গতকাল মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৪ উইকেটে হারায় নিউজিল্যান্ড।

২৯ অক্টোবর হ্যামিল্টনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নামবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। পহেলা নভেম্বর ওয়েলিংটনে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অষ্টম মেয়াদে ক্যামেরুনের প্রেসিডেন্ট হলেন পল বিয়া
তৃতীয় দিনে আফগানিস্তান-পাকিস্তান শান্তি আলোচনা, ‘সংলাপ ও বোঝাপড়ার’ আহ্বান কাবুলের
বাগেরহাটে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ 
ঘূর্ণিঝড় ‘মেলিসা’ ৫ম ক্যাটাগরিতে পরিণত হয়ে জ্যামাইকার দিকে যাচ্ছে
বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ
ঘূর্ণিঝড় 'মোন্থা': দেশের সমুদ্রবন্দরগুলোকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও অবৈধ অস্ত্র সহ আটক ২ 
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের তেলমন্ত্রীর সাক্ষাৎ
হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক সই
বিএনপিকে ধ্বংস করতে গিয়ে আওয়ামী লীগ নিশ্চিহ্নের পথে: ড. মঈন খান
১০