ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ও অবৈধ অস্ত্র সহ আটক ২ 

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ২০:০২

ব্রাহ্মণবাড়িয়া, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস): জেলার আশুগঞ্জ উপজেলায় আজ মাদক, অবৈধ অস্ত্র ও প্রাইভেট কার সহ ইসহাক হাছান (২৩) ও সুমন মিয়া (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযানকালে তাদের আটক করা হয়।

আটককৃত ইসহাক হাছান (২৩) নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর হাটি (মৃধাবাড়ী) গ্রামের আতাউর রহমান লিটনের ছেলে এবং সুমন মিয়া (৩৮) একই জেলার শিবপুর উপজেলার চক্রধা (দক্ষিণপাড়া) গ্রামের আবুল হাসেমের ছেলে। 

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের সোনারামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে প্রাইভেটকারসহ দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের ব্যবহৃত প্রাইভেটকার তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ২টি পিস্তলের ম্যাগাজিনসহ ৩০ রাউন্ড গুলি, ১১৫ কেজি গাঁজা, ৬ বোতল হুইস্কি ও ১২ ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে দু’টি মামলা করেছে।

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
গাজার সীমান্তবর্তী এলাকা থেকে জরুরি অবস্থা তুলে নিল ইসরাইল
দুদকের তদন্তে ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের বিপুল সম্পদের তথ্য উদঘাটন
১০