হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ২২:০৭ আপডেট: : ২৭ অক্টোবর ২০২৫, ২২:১৮

ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস) : হার দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল স্বাগতিক বাংলাদেশ। আজ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হেরেছে টাইগাররা। ফলে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ল বাংলাদেশ। 

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজকে সাবধানী শুরু এনে দেন দুই ওপেনার অ্যালিক আথানাজে ও ব্র্যান্ডন কিং। প্রথম ৩ ওভারে ১৩ রান এবং পাওয়ার প্লেতে ৩৫ রান তুলেন তারা। অষ্টম ওভারে ৫০ রানে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ।

নবম ওভারে দ্বিতীয়বারের মত আক্রমণে এসে বাংলাদেশকে প্রথম উইকেট উপহার দেন স্পিনার রিশাদ হোসেন। ৪ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৩৪ রান করা আথানাজেকে বোল্ড করেন রিশাদ। 

১৩তম ওভারের প্রথম দুই বলে জোড়া উইকেট তুলে নেন বাংলাদেশ পেসার তাসকিন আহমেদ। কিংকে ৩৩ রানে এবং ক্রিজে আসা নতুন ব্যাটার শেরফানে রাদারফোর্ডকে শূন্য হাতে বিদায় দেন তাসকিন। কিংয়ের ৩৬ বলের ইনিংসে ১টি চার ও ২টি ছক্কা ছিল। 

৮২ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামা রোভম্যান পাওয়েল। পেসার মুস্তাফিজুর রহমানের বলে ৭ রানে জীবন পান পাওয়েল। 

এই সুযোগে অধিনায়ক শাই হোপকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের রানের চাকা ঘুড়িয়েছেন পাওয়েল। দু’জনের ৪৬ বলে ৮৩ রানের অবিচ্ছিন্ন জুটি দলকে লড়াকু সংগ্রহ এনে দেয়। ২০ ওভারে ৩ উইকেটে ১৬৫ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। 

শেষ ৩ ওভারে ৫১ রান যোগ করেন হোপ ও পাওয়েল। এরমধ্যে ইনিংসের শেষ ওভার করা তানজিমের বলে টানা ৩ ছক্কায় ২২ রান তুলেন পাওয়েল। 

সমান ২৮ করে বল খেলে হোপ ৪৬ এবং পাওয়েল ৪৪ রানে অপরাজিত থাকেন। দু’জনেই ১টি বাউন্ডারি ও ৪টি ওভার বাউন্ডারি মারেন। 

তাসকিন ৩৬ রানে ২টি ও রিশাদ ৪০ রানে ১টি উইকেট নেন।

জবাব দিতে নেমে পাওয়ার প্লেতে ৪২ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ হাসান ৫ বলে ১৫, অধিনায়ক লিটন দাস ৫, সাইফ হাসান ৮ ও শামীম হোসেন ১ রানে সাজঘরে ফিরেন। 

মিডল অর্ডারে নুরুল হাসান ও তানজিমকে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তাওহিদ হৃদয়। কিন্তু নুুরুলের সাথে ১৬ ও তানজিমের সাথে ২০ রানের বেশি যোগ করতে পারেনি হৃদয়। এতে ১২তম ওভারে ৭৭ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে লড়াই থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। হৃদয় ২৮ ও নুরুল ৫ রানে আউট হন।

১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়া বাংলাদেশকে লজ্জার হাত থেকে রক্ষা করেন তানজিম ও নাসুম আহমেদ। সপ্তম উইকেটে ২৩ বলে ৪০ রান যোগ করে দলীয় স্কোর ১১৭তে নেন তারা। 

১২ রানের ব্যবধানে তানজিম-নাসুম ও রিশাদ হোসেন বিদায় নিলে, হার সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায় বাংলাদেশের। ১২৯ রানে নবম উইকেট পতন হয় টাইগারদের। তানজিম ২৭ বলে ৩৩, নাসুম ১৩ বলে ২০ এবং রিশাদ ৬ রানে আউট হন। তানজিদ ও নাসুম সমান ৩টি চার ও ১টি ছক্কা মারেন। 

শেষ উইকেটে ১৩ বলে ২০ রানের জুটিতে বাংলাদেশের হারের ব্যবধান কমান তাসকিন ও মুস্তাফিজ। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ১৪৯ রানে অলআউট হয় বাংলাদেশ। তাসকিন ১০ রানে হিট আউট হলেও ১১ রানে অপরাজিত থাকেন মুস্তাফিজ। টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে হিট উইকেট হন তাসকিন। ওয়েস্ট ইন্ডিজের সিলেস ও হোল্ডার ৩টি করে উইকেট নেন। 

আগামী ২৯ অক্টোবর একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিজিবির টেকনাফ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
রাজধানীর লালবাগে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জন গ্রেফতার
কক্সবাজারের নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন 
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
১০