
ঢাকা, ২৭ অক্টোবর ২০২৫ (বাসস) : মিডল অর্ডার ব্যাটার জিশান আলমের হাফ-সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) প্রথম রাউন্ডের তৃতীয় দিন শেষে রংপুর বিভাগের বিপক্ষে ৮ উইকেট হাতে নিয়ে ৭৫ রানে এগিয়ে ঢাকা বিভাগ।
প্রথম ইনিংসে ঢাকার ২২১ রানের জবাবে ৩৫৮ রান করে রংপুর। ১৩৭ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে দিন শেষে ২ উইকেটে ২১২ রান করেছে ঢাকা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে নাইম ইসলামের অনবদ্য ১১১ রানের সুবাদে দ্বিতীয় দিন শেষে ৮ উইকেটে ৩০৮ রান করে রংপুর। বাকী ২ উইকেটে ৫০ রান যোগ করে গুটিয়ে যায় তারা। ১৩৭ রানে অপরাজিত থাকেন নাইম। ২৬৯ বল খেলে ১৯টি চার মারেন তিনি।
ঢাকার রিপন মন্ডল ও তাইবুর রহমান ৩টি করে উইকেট নেন।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ৭২ রানের সূচনা পায় ঢাকা। উইকেটে সেট হয়ে দুই ওপেনার সাদমান ইসলাম ৩৭ ও রনি তালুকদার ৪২ রানে থামেন।
৮৭ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে অবিচ্ছিন্ন ১২৫ রান তুলে দিন শেষ করেন আশিকুর রহমান শিবলি ও জিশান।
১২টি চারে জিশান ৮০ ও শিবলি ৪৬ রানে অপরাজিত থাকেন।