
ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ওপেনার সৈকত আলির দুর্দান্ত সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) ময়মনসিংহ বিভাগের বিপক্ষে তৃতীয় দিন শেষে এগিয়ে সিলেট বিভাগ।
প্রথম ইনিংসে ময়মনসিংহের ৪০১ রানের জবাবে ৪৮৯ রান করে সিলেট। এতে প্রথম ইনিংস থেকে ৮৮ রানের লিড পায় সিলেট। পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৫৮ রান করেছে ময়মনসিংহ। ১০ উইকেট হাতে নিয়ে এখনও ৩০ রানে পিছিয়ে ময়মনসিংহ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন শেষে ৫ উইকেটে ১৯৮ রান করেছিল সিলেট। ৫ উইকেট হাতে নিয়ে ২০৩ রানে পিছিয়ে ছিল সিলেট।
দুর্দান্ত সেঞ্চুরিতে সিলেটকে লিড এনে দেন সৈকত। তার ২৩২ বলে ১৭৫ রানের ইনিংসের সুবাদে সব উইকেট হারিয়ে ৪৮৯ রান করে সিলেট। সৈকতের ইনিংসে ১৯টি চার ও ৮টি ছক্কা ছিল। প্রথম শ্রেনির ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরিতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন তিনি। এছাড়া তোফায়েল আহমেদ ৭৯ ও এবাদত হোসেন ৫৮ রান করেন।
বল হাতে ময়মনসিংহর স্পিনার রাকিবুল হাসান ১৬৮ রানে ৯ উইকেট শিকার করেন। সাবেক দুই স্পিনার আব্দুর রাজ্জাক ও মোশারফ হোসেনের পর তৃতীয় বোলার হিসেবে এনসিএলে এক ইনিংসে ৯ উইকেট নিয়েছেন রাকিবুল।
প্রথম ইনিংসে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বিনা উইকেটে ৫৮ রান তুলে দিন শেষ করেছে ময়মনসিংহ। মাহফিজুল ইসলাম ৩০ ও মোহাম্মদ নাইম ১৯ রানে অপরাজিত আছেন।