জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা শুরু কাল

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ২০:৪১
ছবি : বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক সংগঠন (জুডো) আয়োজিত ১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ ও বিতর্ক কর্মশালাও অনুষ্ঠিত হবে।

জুডো সভাপতি মির্জা সাকি আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র কেন্দ্রের(টিএসসি) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘লেটস ওয়ার্ডস বি দ্যা ফ্ল্যাগ অব রেজিস্ট্যান্স’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানের প্রথম অংশ শুরু হবে আগামীকাল দুপুর ২টায়। 

কর্মশালায় বিতর্ক অধিবেশন, পাবলিক স্পিকিং, শিক্ষক-শিক্ষার্থী বিতর্ক, ক্যারিয়ার উন্নয়ন এবং সাংস্কৃতিক কার্যক্রম থাকবে।

কর্মশালার উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেত্রী ও উপস্থাপক মৌসুমী মৌ এবং উপস্থাপক ও আইনজীবী মঞ্জুর আল মতিন। এছাড়া জুডোর অভিজ্ঞ বিতার্কিক ও সংগঠকরা এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেবেন।

নবীনবরণ এবং বিতর্ক কর্মশালাটি সমন্বয় করবেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী নাজমুল ওয়ারাত তালহা এবং অর্থনীতি বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী শফিকুল ইসলাম।

১৮তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৫-এর সভাপতিত্ব করবেন হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী সুমাইয়া ইসলাম সামিয়া এবং চারুকলা বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী প্রণয় সাহা।

জুডো সভাপতি আরও জানান, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে। পূর্ববর্তী বছরের ধারাবাহিকতা  রজা রেখে প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ৩৭টি বিভাগ অংশগ্রহণ করবে।

প্রতিযোগিতায় থাকবে ১৪ নভেম্বর বাংলায় এশীয় সংসদীয় বিতর্ক, ১৫ নভেম্বর ইংরেজিতে ব্রিটিশ সংসদীয় বিতর্ক এবং ১৬ নভেম্বর সেলিম আল দীন মুক্তমঞ্চে সমাপনী অনুষ্ঠান।

অনুষ্ঠানটি পরিচালনা করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিতর্ক সংস্থার সভাপতি মির্জা সাকি এবং সাধারণ সম্পাদক ফারিম আহসান।

পুরো আয়োজনের নেতৃত্বে থাকবেন জুডো সভাপতি মির্জা সাকি এবং সাধারণ সম্পাদক ফারিম আহসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
১০