ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলের ১৪১ শিক্ষককে সম্মাননা প্রদান

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ২০:৩৭
ছবি: সংগৃহীত

ঢাকা, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস): বাংলাদেশে ইংরেজি মাধ্যম শিক্ষার মানোন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২৬টি পার্টনার স্কুলের মোট ১৪১ জন শিক্ষককে সম্মাননা দিয়েছে ব্রিটিশ কাউন্সিল।

রাজধানীর ‘লা মেরিডিয়ান’ হোটেলে গতকাল রোববার অনুষ্ঠিত হয় ‘ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুলস টিচারস রিকগনিশন অ্যাওয়ার্ড ২০২৫’।

অনুষ্ঠানে সেইসব শিক্ষক অংশগ্রহণ করেন, যারা ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন করেছেন। অনলাইন ও সরাসরি উভয় মাধ্যমে পরিচালিত এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা বিশেষ শিক্ষা চাহিদা, ভবিষ্যৎ উপযোগী দক্ষতা, আচরণ ব্যবস্থাপনা এবং কার্যকর পাঠ পরিকল্পনা বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ লাভ করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো পার্টনার স্কুলগুলোর শিক্ষকদের পেশাগত উন্নয়ন ও মানোন্নয়নে অবদান রাখা। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের মধ্যে ঢাকার ১৮টি স্কুল থেকে ১১৫ জন, চট্টগ্রামের ১৯ জন এবং সিলেটের ৭ জন শিক্ষক অন্তর্ভুক্ত ছিলেন।

স্বাগত বক্তব্যে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টর ম্যাক্সিম রাইমান বলেন, ‘বাংলাদেশের একশ’রও বেশি শিক্ষককে আমরা এই প্ল্যাটফর্মে একত্রিত করতে পেরেছি, যা শিক্ষাক্ষেত্রে পেশাগত উন্নয়নের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। পার্টনার স্কুলগুলোর নিরলস সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ। এই অর্জন আমাদের যৌথ প্রচেষ্টার প্রতীক, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে আরো কার্যকর ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন ব্রিটিশ কাউন্সিল দক্ষিণ এশিয়ার ইংলিশ অ্যান্ড এক্সামস বিষয়ক রিজিওনাল বিজনেস ডিরেক্টর তালাল মীর।

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মাস্টার ট্রেইনার সানা শাহিদ বার্ষিক প্রশিক্ষণ কর্মসূচির সফলতা নিয়ে উপস্থাপনা করেন।

ব্রিটিশ কাউন্সিল সৌদি আরব (কেএসএ)-এর মাস্টার ট্রেইনার শ্রীদীপ মিত্র ‘শেয়ারড প্র্যাকটিস ইন সৌদি অ্যারাবিয়া’ বিষয়ে অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। এছাড়া দু’জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষক ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষণ অভিজ্ঞতা এবং তার বাস্তব প্রয়োগ সম্পর্কে উপস্থিত সবাইকে জানান।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন। তিনি বলেন, ‘বাংলাদেশে ইংরেজি মাধ্যম শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের পেশাগত সক্ষমতা বৃদ্ধিই আমাদের লক্ষ্য। ব্রিটিশ কাউন্সিল সবসময় শিক্ষকদের পাশে থেকে দক্ষতা উন্নয়নে কাজ করে যাবে।’

আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম এবং ৮ নভেম্বর সিলেটে একই ধরনের আরো দু’টি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করবে ব্রিটিশ কাউন্সিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানতে হবে: অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশে সেচে সৌরশক্তির ব্যবহার বাড়াতে উদ্যোগ নিচ্ছে আইডব্লিউএমআই
চুয়াডাঙ্গায় দুর্নীতি দমন কমিশনের ১৮৮ তম গণশুনানি অনুষ্ঠিত
হার দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ
চার দিনব্যাপী ‘ওয়েফেয়ার্স অব দ্য শ্যাডোড পাথ’ চিত্র প্রদর্শনী সমাপ্ত
ডিএসইতে আজও সূচক ও লেনদেন কমেছে
অরবিটালস ইন্টারন্যাশনালের বিরুদ্ধে ৩৩ কোটি টাকা জালিয়াতির মামলা
শুঁটকি মৌসুমে বঙ্গোপসাগরে ধরা পড়ছে প্রচুর মাছ, খুশি জেলেরা
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
জনদুর্ভোগ ও অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানে দুদকের অভিযান
১০