ড্র হল সিলেট-ময়মনসিংহ ম্যাচ

বাসস
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৫, ১৮:৩১

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৫ (বাসস) : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের প্রথম রাউন্ডে ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি ড্র হয়েছে। এই ড্র’তে সমান ২ করে পয়েন্ট পেয়েছে দু’দল 

প্রথম ইনিংসে ময়মনসিংহের ৪০১ রানের জবাবে ৪৮৯ রান করে সিলেট। ৮৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে চতুর্থ ও শেষ দিন ৯ উইকেটে ২৭২ রান করে ময়মনসিংহ। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনই নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল ময়মনসিংহ। দিন শেষে বিনা উইকেটে ৫৮ রান করেছিল তারা। 

চতুর্থ দিন শতরানের জুটি গড়ে বিচ্ছিন্ন হন ময়মনসিংহের দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও মোহাম্মদ নাইম। ৭টি চারে ৪৫ রানে মাহফিজুল থামলেও হাফ-সেঞ্চুরির স্বাদ নেন মোহাম্মদ নাইম। ৬ চার ও ৩ ছক্কায় ৮৩ বলে ৫৮ রানে আউট হন তিনি। 

মিডল অর্ডারে দ্রুত চার উইকেট পতনে চাপে পড়ে ময়মনসিংহ। ১৬৪ রানে ৬ উইকেট হারায় তারা। এতে ২শর নীচে অলআউটের শঙ্কায় পড়ে ময়মনসিংহ। 

পাঁচ নম্বরে নামা আরিফুল ইসলামের লড়াকু হাফ-সেঞ্চুরিতে আড়াইশ পার হয় ময়মনসিংহের স্কোর। তাকে সঙ্গ দিয়েছেন লেয়ার অর্ডারের দুই ব্যাটার রাকিবুল ইসলাম ও শহিদুল ইসলাম। আরিফুল ৭ বাউন্ডারিতে ৬২, রাকিবুল ২০ ও শহিদুল ১৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। 

শেষ উইকেটে শহিদুল ও মারুফ মৃধা ১০ বলের অবিচ্ছিন্ন জুটি গড়লে অলআউট হয়নি ময়মনসিংহ। ৯ উইকেটে ২৭২ রান করে তারা। 

সিলেটের বাঁ-হাতি স্পিনার নাবিল সামাদ ৩৬ ওভারে ১৩৫ রানে ৪ উইকেট নেন। আরেক অফ-স্পিনার আসাদুল্লাহ আল গালিব ৫০ রানে নেন ৩ উইকেট।

প্রথম ইনিংসে ১০১ ও দ্বিতীয় ইনিংসে ৬২ রান করে ম্যাচ সেরা হন আরিফুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কেউ এককভাবে বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারবে না : নাহিদ ইসলাম
বান্দরবানের ঘুমধুম সীমান্তে বিজিবি’র অভিযানে ৪ লাখ পিস ইয়াবা জব্দ 
নীলফামারীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ১২১তম ‘ড্র’ ২ নভেম্বর
কালামের সেঞ্চুরিতে জয় দিয়ে সিরিজ শুরু বাংলাদেশ যুব দলের
আফগানিস্তানকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন তুর্কমেনিস্তান
২৮ অক্টোবর হত্যাকাণ্ডের মামলা পুনরুজ্জীবিত করার দাবি জামায়াত নেতাদের
প্রয়াত সাবেক মন্ত্রী নাসিমের স্ত্রী লায়লা ও ছেলে তমালসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
বিএনপি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে : মীর হেলাল 
পোলার আইসক্রীম সুপার সিক্স স্কুল হ্যান্ডবলের তৃতীয় দিনের ফল
১০