সম্প্রীতি বন্ধন সুদৃঢ় করতে রাঙ্গামাটিতে জেলা পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৮:৫৮

রাঙ্গামাটি, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : পাহাড়ে বসবাসরত  বিভিন্ন জাতিগোষ্ঠীর  মাঝে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে রাঙ্গামাটিতে দুদিন ব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে রাঙ্গামাটি জেলা পুলিশ।  

রবিবার বিকেলে রাঙ্গামাটি রে চিং হ্লা মং মারী স্টেডিয়ামে বেলুন ও কবুতর উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশের চট্টগ্রাম অঞ্চলের এডিশনাল আইজি আহসান হাবীব পলাশ।  

এ সময় পুলিশের ঢাকা বিভাগের যুগ্ন কমিশনার ফরিদা ইয়াসমিন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, পুলিশের ঢাকা বিভাগের উপ পুলিশ কমিশনার নুসরাত এদীব লুনা, জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা পরিষদের সদস্য বরুন বিকাশ দেওয়ান, জেলা শিক্ষা কর্মকর্তা সুরিৎ কুমার চাকমা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম বৈচিত্রপূর্ণ একটি এলাকা। এখানে পাহাড়ী বাঙালীসহ অন্যান্য জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। সকলের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে সবাইকে একযোগে কাজ করতে হবে এবং নতুন প্রজন্মকে সম্প্রীতির মনোভাবে এগিয়ে নিতে পারলে পার্বত্য চট্টগ্রাম তথা বাংলাদেশ সুন্দর হবে।

উদ্বোধনী দিনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় এবং রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করে। এতে রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয় রাঙ্গামাটি সরকারী উচ্চ বিদ্যালয়কে ট্রাইব্রেকারে পরাজিত করে বিজয়ী হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০