টানা তৃতীয় জয় ইরানের

বাসস
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫, ১৭:০৮ আপডেট: : ১৯ নভেম্বর ২০২৫, ১৭:১০

ঢাকা, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস) : দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে শক্তিশালী ইরান। আজ বুধবার তৃতীয় দিনের প্রথম ম্যাচে জাঞ্জিবারকে গত আসরের ফাইনালিস্টরা হারিয়েছে ৫১-১৫ পয়েন্টে। পোল্যান্ড ও কেনিয়ার বিপক্ষে আগের দুই ম্যাচেও আধিপত্য নিয়ে জিতেছে ইরান।

মরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিশ্বকাপের বর্তমান রানার্সআপরা জাঞ্জিবারকে শুরু থেকেই কোণঠাসা করে ফেলে। ১১তম মিনিটে প্রতিপক্ষকে যখন প্রথমবার অলআউট করে তারা, তখন ইরানের ২০ পয়েন্ট, জাঞ্জিবারের মাত্র ১। ইরান প্রথমার্ধ শেষ করে ২৮-৩ পয়েন্টে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধে খেলা শুরুর পর আবার অলআউট হয় জাঞ্জিবার। ওই সময় ম্যাচের স্কোরলাইন ছিল ৩৫-৮। ম্যাচে মোট তিনবার অলআউট হয়েছে আফ্রিকান দেশটি- খেলার ৩ মিনিট বাকি থাকতে তৃতীয়বার অলআউট হয় তারা। ইরান তখন এগিয়ে ছিল ৪৫-১৩ ব্যবধানে। শেষ পর্যন্ত ৫১-১৫ তে ম্যাচ শেষ করে তারা।

ম্যাচের পর ইরান অধিনায়ক আসমা ফাকরি বলেন, ‘টানা তৃতীয় জয় পেয়ে আমরা খুবই খুশি। বাংলাদেশে এই বিশ্বকাপ খেলতে আসতে পেরে আমরা আনন্দিত। আমাদের দল অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের মিশেলে গড়া, আমাদের কোচ এভাবেই দলটাকে গড়েছেন।’

বশ্বকাপের আয়োজন সম্পর্কে ইরান অধিনায়ক আরও বলেন, ‘বাংলাদেশ খুবই ভালো আয়োজন করেছে। এখানকার আয়োজন দেখে আমরা বিস্মিত হয়েছি। এখানকার মানুষ খুব ভালো, আন্তরিক এবং তাদের সঙ্গে মিশতে পেরে আমরাও খুশি। বাংলাদেশের খাবারে ঝাল একটু বেশি, ইরানের মানুষ এটা খেতে অভ্যস্ত নয়, তবে আমাদের ভালো লেগেছে। আমাদের জন্য এই খাবার একটি সুন্দর অভিজ্ঞতা।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সরকারি খরচায় ৪ লাখ ৪৭ হাজার ৭৪০ মামলায় আইনি সহায়তা দেওয়া হয়েছে 
সংস্কারের ধারা অব্যাহত রাখতে নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই: দেবপ্রিয় ভট্টাচার্য 
স্মার্ট পাবলিক স্যানিটেশন অ্যাপ ‘যাব কোথায়?’ উদ্বোধন 
সিকিউরিটিজ রুলস: বিধিনিষেধ শিথিলের সুপারিশ
জামায়াত আমিরের সঙ্গে ফ্রান্স রাষ্ট্রদূতের সাক্ষাৎ
শততম টেস্টে বিশেষ সম্মাননা পেলেন মুশফিক
গাজীপুরে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড 
টাঙ্গাইলে প্রতিবন্ধী বৃদ্ধা ও শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ
১৮৯ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি : ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান মাসুদ কারাগারে
ডেঙ্গুতে মৃত্যু ৬, হাসপাতালে ভর্তি ৭৮৮ জন
১০