বাসস
  ০৩ জানুয়ারি ২০২৩, ১৭:২০

ঠাকুরগাঁওয়ে শেখ কামাল যুব গেমসের উদ্বোধন

ঠাকুরগাঁও, ৩ রা জানুয়ারি, ২০২৩, (বাসস) : ঠাকুরগাঁওয়ে ৮দিন ব্যাপী শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ)আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আজ দুপুরে  শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে গেমসের  উদ্বোধন করেন  ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  অতিরিক্তি জেলা প্রশাসক মামুন ভূইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহা. সাদেক কুরাইশী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদসহ  জেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কর্মকতৃাবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়ার ও সাংবাদিকগণ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য  পুত্র, মহান মুক্তিযুদ্ধের বীর সংগঠক,  বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী ঢাকা আবহনী ক্লাবের প্রতিষ্ঠাতা শহীদ শেখ কামাল এর নামে বিওএ ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’র আয়োজন  করে।