প্লে-অফে খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে কাল রংপুরের মুখোমুখি চট্টগ্রাম

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৪৭

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্লে-অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে আগামীকাল রংপুর রাইডার্সের মুখোমুখি হবে চট্টগ্রাম কিংস। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও চট্টগ্রামের ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে চট্টগ্রাম। রংপুরের বিপক্ষে জিতলে, প্লে-অফের পথে এক ধাপ এগিয়ে যাবে তারা। তবে হেরে গেলেও প্লে-অফে আশা বেঁচে থাকবে চট্টগ্রামের।

লিগ পর্বে চট্টগ্রাম শেষ দুই ম্যাচ খেলবে সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের বিপক্ষে। লিগ পর্বের প্রথম দেখায় রংপুরের কাছে ৩৩ রানে হেরেছিলো চট্টগ্রাম।

১০ ম্যাচে সমান ১৬ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দুটি স্থানে আছে রংপুর এবং ফরচুন বরিশাল। রান রেটে এগিয়ে শীর্ষে আছে রংপুর। টানা আট ম্যাচ জিতে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিলো রংপুর।

প্রথম আট ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচে হেরেছে রংপুর। চট্টগ্রামকে হারিয়ে জয়ের ধারায় ফিরতে মরিয়া রংপুর।

দিনের অন্য ম্যাচে একই মাঠে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে নামবে ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালস। প্লে-অফ নিশ্চিত করলেও ঢাকার বিপক্ষে ম্যাচকে হালকাভাবে নিচ্ছে না বরিশাল। কারন টেবিলের শীর্ষ দুটিস্থানে থাকতে মরিয়া বরিশাল।

১০ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে ঢাকা। প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে হলে শেষ দুই ম্যাচে তো জিততেই হবে ঢাকাকে। সেই সাথে রাজশাহী, চট্টগ্রাম, খুলনার ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

কাল বরিশালের কাছে হেরে গেলে সিলেট স্ট্রাইকার্সের পর দ্বিতীয় দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিবে ঢাকা।

লিগ পর্বের প্রথম দেখায় বরিশালের কাছে ৮ উইকেটে হেরেছিলো ঢাকা।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অধ্যাপক ইউনূসের সাথে ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিসের প্রধান হুমা খানের বিদায়ী সাক্ষাৎ
দেশে নারীর ক্ষমতায়নে জিয়া পরিবার যুগান্তকারী ভূমিকা রেখেছেন : সেলিমা রহমান
সুপ্রশিক্ষিত আইনজীবী কার্যকর বিচার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ : প্রধান বিচারপতি
দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে : জোনায়েদ সাকি
শেওড়াপাড়া মেট্রো স্টেশনে ৮ কেজি গাঁজাসহ বাবা-মেয়ে গ্রেফতার
পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থী সোহেল মঞ্জুরের মতবিনিময় 
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম
খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় ইসলামী ঐক্যজোটের দোয়া মাহফিল
বিএনপি ক্ষমতায় গেলে সংবাদমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো বিবেচনায় নেবে হবে: মির্জা ফখরুল 
সত্যিকারের সংস্কারের জন্য অবকাঠামোগত পরিবর্তন জরুরি : সমাজকল্যাণ উপদেষ্টা
১০