নড়াইলে আরচারি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪১ আপডেট: : ২৮ জানুয়ারি ২০২৫, ২০:১৩

ঢাকা, ২৮ জানুয়ারি, ২০২৫ (বাসস): বাংলাদেশ আরচারি ফেডারেশনের ব্যবস্থাপনায় আরচারি প্রতিযোগিতা, র‌্যালি, পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নড়াইলে শেষ হয়েছে দিনব্যাপী তারুণ্যের উৎসবের আয়োজন।

নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে 'এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই', স্লোগানে তারুণ্যের উৎসবে নানা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আরচারি ফেডারেশন। তারই অংশ হিসেবে আজ নড়াইলে অনুষ্ঠিত হয়েছে নানা আয়োজন। এর আগে নীলফামারী, ফরিদপুর, টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র,  নাটোরের খুবজীপুর ও চুয়াডাঙ্গার পর্ব সম্পন্ন হয়েছে।

সকালে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়েই র‌্যালিটি শেষ হয়। এরপর হয়েছে পিঠা উৎসব ও সংস্কৃতিক অনুষ্ঠান।

তারুণ্যের উৎসবে আরচারি প্রতিযোগিতায় বিভিন্ন জেলায় আরচ্যারদের মাঝে অনেক সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। এর মধ্য দিয়ে আরচারি ফেডারেশন প্রতিভা অন্বেষণের কাজও চালিয়ে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

নড়াইলে আরচারি প্রতিযোগিতায় ছেলেদের সিনিয়র বিভাগে স্বর্ণ জয় করেছেন লোহিদ হোসেন। এই বিভাগে হাবিব শেখ রৌপ্য ও নাঈম শেখ ব্রোঞ্জ পদক জয় করেন।

ছেলেদের জুনিয়র বিভাগে উমর মালি স্বর্ণ, আশিক মালি রৌপ্য ও আবু হুরায়রা ব্রোঞ্জ জিতেছেন।

মেয়েদের বিভাগে অন্তরা বিশ্বাস স্বর্ণ, পূজা সরকার রৌপ্য ও শিলা খাতুন ব্রোঞ্জ জয় করেছেন।

এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক লিঙ্কন বিশ্বাস।

তারুণ্যের উৎসবকে বর্ণাঢ্য করতে বাংলাদেশ আরচারি ফেডারেশন দেশের ৯টি ভেন্যুতে নানা আয়োজন সম্পন্ন করছে। আগামী ৩১ জানুয়ারি রাজশাহীতে, ২ ফেব্রুয়ারি চট্টগ্রামে এবং চূড়ান্ত পর্ব ৮ ফেব্রুয়ারি ঢাকার ঐতিহাসিক পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আফগানিস্তানকে ৪ উইকেটে পরাজিত করে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ
ভাষাসৈনিক আহমদ রফিকের পরলোকগমন
বিশেষ অভিযানে রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ২৯ জন গ্রেফতার
বাংলাদেশকে ১৫২ রানের লক্ষ্য দিল আফগানিস্তান
পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করলো বাংলাদেশ
ইলিশ সংরক্ষণে চাঁদপুরে কোস্ট গার্ডের জনসচেতনতামূলক কার্যক্রম
ফ্রান্স দলে ডাক পেলেন মাতেতা
টি২০ বিশ্বকাপের টিকিট পেল নামিবিয়া
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনে তরুণ নেতৃত্ব অপরিহার্য : রাশেদ খাঁন
গবেষণালব্ধ বই যুগের আলোকবর্তিকা : ধর্ম উপদেষ্টা
১০