বিপিএলের প্লে-অফের দৌড়ে চার দল

বাসস
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ১৮:৩৯

ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ইতোমধ্যে ৩৬টি ম্যাচ সম্পন্ন হয়েছে। সাত দলের মধ্যে রংপুর রাইডার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল প্লে-অফ নিশ্চিত করেছে। একমাত্র দল হিসেবে বিপিএল থেকে বিদায় নিয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্লে-অফ দৌড়ে আছে দুর্বার রাজশাহী, চট্টগ্রাম কিংস, খুলনা টাইগার্স ও ঢাকা ক্যাপিটালস।  

১২ ম্যাচে ৬টি করে জয়-হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে রাজশাহী। একমাত্র দল হিসেবে রাজশাহীই লিগ পর্বের সব ম্যাচ খেলে ফেলেছে।

প্লে-অফে খেলার ভালো সুযোগ রয়েছে রাজশাহীর। তবে তাদের তাকিয়ে থাকতে হবে খুলনার ম্যাচের দিকে। খুলনা নিজেদের বাকী দুই ম্যাচের একটিতে হেরে গেলেই প্লে-অফে খেলবে রাজশাহী। আর যদি খুলনা দুই ম্যাচও জিতে যায় তাহলে রান রেটের হিসাব-নিকাশে নামতে হবে রাজশাহীকে।

আবার যদি চট্টগ্রাম নিজেদের বাকী তিন ম্যাচে হারে সেক্ষেত্রে খুলনার সাথে কোন সমীকরণ মেলাতে হবে না রাজশাহীকে। অনায়াসে প্লে-অফে চলে যাবে রাজশাহী।

৯ ম্যাচে ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে চট্টগ্রাম। বাকী তিন ম্যাচের ২টিতে জিতলেই প্লে-অফে খেলবে চট্টগ্রাম। একটিতে জিতলেও সুযোগ থাকবে চট্টগ্রামের। তখন রাজশাহীর সাথে রান রেট হিসাবে বসতে হবে তাদের।

এছাড়াও খুলনা যদি দুই ম্যাচ হেরে যায় তখন এক ম্যাচ জিতলেও প্লে-অফে খেলবে চট্টগ্রাম।

১০ ম্যাচে ৪ জয় ও ৬ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে আছে খুলনা। প্লে-অফে খেলতে হলে শেষ দুই ম্যাচ তো জিততেই হবে সেই সাথে চট্টগ্রামের তিন ম্যাচে হারের প্রত্যাশায় থাকতে হবে খুলনাকে।

চট্টগ্রাম এক ম্যাচ জিতলেও এবং খুলনা দুই ম্যাচ জিতলে রাজশাহীকে নিয়ে রান রেটের হিসাব কষতে হবে খুলনাকে।

১০ ম্যাচে ৩ জয় ও ৭ হারে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠস্থানে আছে ঢাকা। তাদের জন্য প্লে-অফে সমীকরণটা বেশ জটিল। ঢাকাকে শেষ দুই ম্যাচ তো জিততেই হবে। সেই সাথে চট্টগ্রাম ও খুলনার হারের প্রত্যাশা করতে হবে। তারপরও রান রেটের সমীকরণে পড়বে ঢাকা।

যদি চট্টগ্রাম অন্তত একটি ম্যাচ জিতে যায় তাহলে ঢাকার বিদায় নিশ্চিত হয়ে যাবে।

১০ ম্যাচ খেলে সমান ১৬ করে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দু’টিস্থানে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর ও বরিশাল। ১১ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে প্রথম দল হিসেবে চলতি বিপিএল থেকে বিদায় নিয়েছে সিলেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০