বাসস
  ০৩ জানুয়ারি ২০২৩, ১৭:৩৩

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস : জয়পুরহাটে ফুটবলে পাঁচবিবি ও  জয়পুরহাট সদর চ্যাম্পিয়ন

জয়পুরহাট, ৩ জানুয়ারি, ২০২৩ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সার্বিক ব্যবস্থাপনায় জয়পুরহাট ষ্টেডিয়ামে শুরু হওয়া শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে  আজ মঙ্গলবার অনুষ্ঠিত মেয়েদের ফুটবল ফাইনালে পাচঁবিবি উপজেলা ২-০ গোলে আক্কেলপুর উপজেলা  দলকে এবং ছেলেদের বিভাগে  জয়পুরহাট সদর উপজেলা ২-১ গোলে পাঁচবিবি উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
এর আগে গতকাল জয়পুরহাট স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী  ২ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য ”শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের  বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করেন। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদুল আলমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আহসান কবীর এপ্লব, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি গোলাম হক্কানী প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতী।
 জয়পুরহাট জেলার  পাঁচ উপজেলার খেলোয়াড়দের অংশগ্রহনে ৮টি ডিসিপ্লিন-এ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, ফুটবল, কাবাডি, কারাতে, সাঁতার ও টেবিল টেনিসের   ৬৯ টি ইভেন্টে ৬ শ ৭০ জন তরুণ ও তরুণী ক্রীড়াবিদ অংশ নিচ্ছে।