বাসস
  ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৩৭

চ্যাম্পিয়ন্স লিগ: চেলসিকে হারিয়ে কোয়ার্টারের পথে এগিয়ে গেল ডর্টমুন্ড

ডর্টমুন্ড (জার্মানি), ১৬ ফেব্রুয়ারি ২০২৩ (বাসস/এএফপি): চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর   ম্যাচে চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বরুশিয়া ডর্টমুন্ড। গতকাল অনুষ্ঠিত প্রথম লেগে স্ট্রাইকার করিম আদেয়েমির দুর্দান্ত লক্ষ্যভেদে প্রিমিয়ার লিগের দলটির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে বুন্দেসলিগার ক্লাব। সফরকারী ইংলিশদের একচেটিয়া আধিপত্যের বিপরীতে গিয়ে দ্বিতীয়ার্ধে জার্মানদের হয়ে জয়সুচক গোলটি করেন আদেয়েমি। ম্যাচের ৬৩ মিনিটে ডি বক্সের লাইন থেকে দূরপাল্লার শট থেকে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। 
খেলা শেষে ডর্টমুন্ড অধিনায়ক জুড বেলিংহ্যাম জার্মান টিভিকে বলেন, আদেয়েমি যখন নিজেকে খুঁজে পান ‘তখন কেউ তাকে থামাতে পারেনা’। এখানে আসার পর শুরুতে নিজেকে পুরোপুরি  প্রস্তুত করতে তাকে বেশ সংগ্রাম করতে হয়েছে। এখনতো সে আকাশে উড়ছে।’
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সতীর্থদের প্রশংসায় মেতে উঠেন আদেয়েমি। তার ভাষ্যমতে দলীয় সদস্যদের অদম্য চেস্টার কারণে আগামী মার্চে লন্ডনে ফিরতি ম্যাচের আগে এগিয়ে গেছে তার দল। ডর্টমুন্ড ফরোয়ার্ড বলেন,‘ ভাগ্য আমাকে কিছুটা সহায়তা করেছে। তবে গোলটির জন্য আমি খুবই খুশি। সবাই নিজ নিজ অবস্থানে লড়াই করেছে। এই জয়টি পরবর্তী লেগের জন্য খুবই গুরুত্বপুর্ন।’
এদিকে হেরে গেলেও নিজ দলীয় পারফর্মেন্সের প্রশংসা করেছেন চেলসি কোচ গ্রাহাম  পটার। তবে গোল করতে ব্যর্থ হয়েছে তার শিষ্যরা। চেলসি কোচ বলেন,‘ আমরা গোলের বেশ কাছে গিয়েছিলাম। তাবে তারা আমাদের প্রচেস্টা ব্যর্থ করে দিয়েছে। এটি খুবই হতাশার, আমাদের আরো ভালো করতে হবে। আমাদের দলটি এখনো উন্নতির পথে। জানি এখানে আমাদের ইতিবাচক অনেক কিছু ছিল।’
গতকালের এই জয়ের ফলে  ফিরতি লেগে লন্ডনে ড্র করতে পারলেই চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে  ডর্টমুন্ডের। 
এদিকে গতকাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আরেক ম্যাচে বেলজিয়ান ক্লাব ব্রাগার বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে শেষ আটের পথে এগিয়ে গেছে পর্তুগাল জায়ান্ট বেনফিকা। ম্যাচের দ্বিতীয়ার্ধেই গোল দুটি করেছে সফরকারী বেনফিকা। 
গোলশন্যু প্রথমার্ধ শেষ হওয়ার পর প্রথম গোলের দেখা পেতে বিজয়ী দলকে অপেক্ষা করতে হয়েছে ৫০ মিনিট পর্যন্ত। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পুর্তগীজদের এগিয়ে দেন হোয়াও মারিও। শেষ বাঁশি বাজার মাত্র ২ মিনিট আগে গোল করে বেনফিকাকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন নেরেস।
বাসস/এএফপি/এমএইচসি/১৫০৫/স্বব

র শেষ ষোলর   ম্যাচে চেলসিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল বরুশিয়া ডর্টমুন্ড। গতকাল অনুষ্ঠিত প্রথম লেগে স্ট্রাইকার করিম আদেয়েমির দুর্দান্ত লক্ষ্যভেদে প্রিমিয়ার লিগের দলটির বিপক্ষে ১-০ গোলে জয়লাভ করে বুন্দেসলিগার ক্লাব। 
সফরকারী ইংলিশদের একচেটিয়া আধিপত্যের বিপরীতে গিয়ে দ্বিতীয়ার্ধে জার্মানদের হয়ে জয়সুচক গোলটি করেন আদেয়েমি। ম্যাচের ৬৩ মিনিটে ডি বক্সের লাইন থেকে দূরপাল্লার শট থেকে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড। 
খেলা শেষে ডর্টমুন্ড অধিনায়ক জুড বেলিংহ্যাম জার্মান টিভিকে বলেন, আদেয়েমি যখন নিজেকে খুঁজে পান ‘তখন কেউ তাকে থামাতে পারেনা’। এখানে আসার পর শুরুতে নিজেকে পুরোপুরি  প্রস্তুত করতে তাকে বেশ সংগ্রাম করতে হয়েছে। এখনতো সে আকাশে উড়ছে।’
ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় সতীর্থদের প্রশংসায় মেতে উঠেন আদেয়েমি। তার ভাষ্যমতে দলীয় সদস্যদের অদম্য চেস্টার কারণে আগামী মার্চে লন্ডনে ফিরতি ম্যাচের আগে এগিয়ে গেছে তার দল। ডর্টমুন্ড ফরোয়ার্ড বলেন,‘ ভাগ্য আমাকে কিছুটা সহায়তা করেছে। তবে গোলটির জন্য আমি খুবই খুশি। সবাই নিজ নিজ অবস্থানে লড়াই করেছে। এই জয়টি পরবর্তী লেগের জন্য খুবই গুরুত্বপুর্ন।’
এদিকে হেরে গেলেও নিজ দলীয় পারফর্মেন্সের প্রশংসা করেছেন চেলসি কোচ গ্রাহাম  পটার। তবে গোল করতে ব্যর্থ হয়েছে তার শিষ্যরা। চেলসি কোচ বলেন,‘ আমরা গোলের বেশ কাছে গিয়েছিলাম। তাবে তারা আমাদের প্রচেস্টা ব্যর্থ করে দিয়েছে। এটি খুবই হতাশার, আমাদের আরো ভালো করতে হবে। আমাদের দলটি এখনো উন্নতির পথে। জানি এখানে আমাদের ইতিবাচক অনেক কিছু ছিল।’
গতকালের এই জয়ের ফলে  ফিরতি লেগে লন্ডনে ড্র করতে পারলেই চার বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হবে  ডর্টমুন্ডের। 
এদিকে গতকাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের আরেক ম্যাচে বেলজিয়ান ক্লাব ব্রাগার বিপক্ষে ২-০ গোলে জয় নিয়ে শেষ আটের পথে এগিয়ে গেছে পর্তুগাল জায়ান্ট বেনফিকা। ম্যাচের দ্বিতীয়ার্ধেই গোল দুটি করেছে সফরকারী বেনফিকা। 
গোলশন্যু প্রথমার্ধ শেষ হওয়ার পর প্রথম গোলের দেখা পেতে বিজয়ী দলকে অপেক্ষা করতে হয়েছে ৫০ মিনিট পর্যন্ত। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে পুর্তগীজদের এগিয়ে দেন হোয়াও মারিও। শেষ বাঁশি বাজার মাত্র ২ মিনিট আগে গোল করে বেনফিকাকে দ্বিগুন ব্যবধানে পৌঁছে দেন নেরেস।