বাসস
  ০৮ এপ্রিল ২০২৩, ১৭:১৮

তৃতীয় জয় ব্রাদার্সের

ঢাকা, ৮ এপ্রিল ২০২৩ (বাসস) : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) তৃতীয় জয় পেয়েছে
ব্রাদার্স ইউনিয়ন।
আজ নিজেদের অষ্টম ম্যাচে ব্রাদার্স ৬ উইকেটে হারিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। ৮ ম্যাচে ৩ জয় ও ৫ হারে ৬ পয়েন্ট এখন ব্রাদার্সের। সমানসংখ্যক ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট আছে শাইনপুকুরের।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে ব্রাদার্স। ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারালেও তৃতীয় উইকেটে অমিত হাসান ও ভারতের শুভম শর্মার ৭৪ রানের জুটিতে লড়াইয়ে ফেরে শাইনপুুকুর। অমিত ৪২ রানে ফিরলেও হাফ-সেঞ্চুরি তুলে ৭৪ রানে থামেন শুভম।
পরের দিকে মিডল অর্ডার ব্যাটাররা বড় ইনিংস খেলতে না পারলেও শেষ দিকে সাজেদুল হকের ৪১ ও মেহেদি হাসান রানার ২০ বলে অপরাজিত ৩২ রানের সুবাদে সম্মানজন ৫০ ওভারে ৮ উইকেটে ২২৮ রান করে শাইনপুকুর। ব্রাদার্সের মেহেদি হাসান, পাকিস্তানী সাদ নাসিম ও আরাফাত সানি জুনিয়র ২টি করে উইকেট নেন।
জবাবে চতুর্থ ওভারে দলীয় ৩১ রানে প্রথম উইকেট হারায় ব্রাদার্স। দ্বিতীয় উইকেটে ৭৫ রানের জুটি গড়ে দলকে খেলায় রাখেন ওপেনার তানজিদ হাসান ও সাব্বির হোসেন। তানজিদ ৪৫ ও সাব্বির ৩৮ রানে থামেন।
এরপর পঞ্চম উইকেটে ১২২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে ব্রাদার্সের জয় নিশ্চিত করেন আরাফাত ও নাসিম। ৫টি চার ও ৩টি ছক্কায় ৪৮ বলে অপরাজিত ৫৫ রান করেন আরাফাত। ৬০ বলে অনবদ্য ৬২ রানের সাজানো ইনিংসে ৭টি চার ও ১টি ছক্কা মারেন নাসিম। শাইনপুকুরের নাবিল সামাদ ও হাসান মুরাদ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন আরাফাত।