দিনাজপুরে সাবেক অর্থমন্ত্রী ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রীসহ ১২৬ জনকে আসামি করে মামলা 

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১৯:৪৩
সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিক ও সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। ছবি: কোলাজ

দিনাজপুর, ৮ জানুয়ারি ২০২৫ (বাসস): জেলায় আজ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে সাবেক অর্থমন্ত্রী, সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের সাবেক  হুইপ এবং সাবেক দুই সংসদ সদস্যসহ ১২৬ জনকে আসামি করে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ মামলায় সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, সাবেক সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নাম আসামি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।  

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক মো. শামসুল আলম আজ বুধবার বিকেলে ৪টায় এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, আজ বুধবার দুপুর আড়াইটায় দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম- এর আদালতে বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন জেলা সদর উপজেলার দাড়াইল গ্রামের মমতাজুর রহমানের স্ত্রী ও ভিকটিম মোবাশ্বের রহমানের মাতা মাহবুবা আক্তার।

আজ বুধবার মামলাটি দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম গ্রহণ করে আদেশের জন্য অপেক্ষমান রেখেছেন। 

মামলার বিবরণ সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের সামনে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের উপর গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং লাঠিসোটা নিয়ে মারপিট করে। ওই হামলায় বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের রহমান-সহ আন্দোলনে অংশগ্রহনকারি কিছুসংখ্যক ছাত্র-জনতা গুলিবিদ্ধ ও গুরুতর আহত হন। বাদীর পুত্রকে ওইদিন আসামীরা সদর হাসপাতালে ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করতে বাধা দেয়। ফলে বাদীর পুত্র ভিকটিম মোবাশ্বের বাড়িতে থেকে ব্যক্তিগতভাবে চিকিৎসা নেন। এরপর গত ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ভিকটিম মোবাশ্বের সদর হাসপাতালের বহিঃর্বিভাগে চিকিৎসা নেন। ওই ঘটনার পর তার পুত্র মোবাশ্বের অসুস্থ থাকায় বাদী মাহবুবা আক্তার কোন মামলা দায়ের করতে পারেননি। দীর্ঘসময় চিকিৎসার পর ভিকটিম মোবাশ্বের বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।

ওই ঘটনায় ভিকটিম মোবাশ্বের-এর মাতা মাহবুবা আক্তার বাদী হয়ে আজ দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট- এর আদালতে ১২৬ জন স্বামীর নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএমইউতে ড্যাব নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়
বিএসডব্লিউ ব্যবহারে এনবিআর ও বিএইআরএ- এর মধ্যে এমওইউ সাক্ষর
দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
জয় দিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরু বাংলাদেশের
প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় আসামি মহিনের দায় স্বীকার
চতুর্থ টেস্টের আগে ভারতীয় দলে দু:শ্চিন্তা
জুলাই গণঅভ্যুত্থানে প্রায় অর্ধেক অবদানই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 
জাতীয় সমাবেশ সফল করায় জামায়াতের কৃতজ্ঞতা প্রকাশ
১০