বাসস
  ০৬ জুন ২০২৩, ১৪:৪৭

কঠিন মৌসুমকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে চান চেলসির পুলিসিচ

লস এ্যাঞ্জেলস, ৬ জুন ২০২৩ (বাসস/এএফপি) : আগামী সপ্তাহে মেক্সিকোর বিরুদ্ধে লাস ভেগাসে কনকাকাফ নেশন্স লিগের সেমি-ফাইনালে যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক দায়িত্বে ফিরছেন চেলসি ফরোয়ার্ড ক্রিস্টিয়ান পুলিসিচ। তার আগে ক্যারিয়ারের সম্ভবত সবচেয়ে চ্যালেঞ্জিং মৌসুমের দু:সহ স্মৃতি পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন তারকা এই ফরোয়ার্ড।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র আটটি ম্যাচে চেলসির মূল দলে খেলেছেন পুলিসিচ। স্ট্যামফোর্ড ব্রীজের ব্যস্ত সূচীতে ফর্ম ও ফিটনেসের অভাবে ভুগেছেন পুলিসিচ। টেবিলের ১২তম স্থানে থেকে মৌসুম শেষ করার আগে চেলসি চারজন ম্যানেজার পরিবর্তন করেছে। এ কারনে পশ্চিম লন্ডনে পুলিসিচের ভবিষ্যত নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। ২৪ বছর বয়সী মার্কিন এই ফরোয়ার্ড এখন নতুন কোন ক্লাবে তার ক্যারিয়ার গড়তে মুখিয়ে আছেন। বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই খেলোয়াড়কে দলে নিতে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস আগ্রহ দেখিয়েছে বলে ট্রান্সফার মার্কেটে গুঞ্জন রয়েছে।
লস এ্যাঞ্জেলসে নেশন্স লিগের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছে যুক্তরাষ্ট্র। পুলিসিচ জানিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে নিজেকে আরো ভালভাবে এগিয়ে নিয়ে যাবার ব্যপারে তিনি আশাবাদী। এ সময় স্থানীয় সাংবাদিকদের সাথে ভিডিও কলে আলাপ করতে গিয়ে পুলিসিচ বলেন, ‘ব্যক্তিগত ভাবে গত মৌসুমটা আমার জন্য বেশ কঠিন কেটেছে। একইসাথে পুরো ক্লাবের জন্য লিগের শেষটা ভাল হয়নি। সে কারনেই এখানে এসে নতুনভাবে শুরু করতে চাচ্ছি। আশা করছি জাতীয় দলের হয়ে সাফল্য এনে দিতে পারবো। এখানে খেলাটা সবসময়ই আনন্দের। জাতীয় দলে খেলার মাধ্যমে খেলোয়াড়দের আত্মবিশ্বাসও বাড়ে।’
পুলিসিচ আরো ইঙ্গিত দিয়েছেন চার বছরের চেলসি সম্পর্ক শেষ করতে তিনি প্রস্তুত। এ সম্পর্কে তিনি বলেন, ‘ক্লাব পর্যায়ে আমার যাত্রাটা বেশ আকর্ষনীয় ছিল। আমি মনে করি প্রথম দুই বছর চেলসিতে আমার ভালই কেটেছে। তবে শেষ দুই বছর পরিকল্পনা অনুযায়ী কোন কিছুই হয়নি। এখন আমার সব মনোযোগ জাতীয় দলকে ঘিড়ে। এই মুহূর্তটা আমি পুরোপুরি উপভোগ করতে চাই। দেখা যাক গ্রীষ্মে কি হয়। এখনই এ ব্যপারে কিছু বলা যাচ্ছেনা। এখন আমি চেলসির খেলোয়াড়। সে কারনেই জাতীয় দলের দায়িত্ব শেষে চেলসিতে ফেরার পরিকল্পনা রয়েছে। কিন্তু একইসাথে অনেক কিছুই পরিবর্তন হয়ে যেতে পারে।’