নতুন বছরে মাঠে নেমেই গোল রোনালদোর, জয় পেল আল নাসর

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮

ঢাকা, ১০ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ২০২৫ সালে প্রথমবার মাঠে নেমেই গোলের দেখা পেলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো।

গতরাতে সৌদি প্রো লিগে রোনালদোর আল নাসর ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে আল ওখদুদকে। ম্যাচে একটি গোল করেন রোনালদো।

আল নাসরের ঘরের মাঠ রিয়াদের আল-আওয়াল পার্কে ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় আল ওখদুদ। আল নাসরের জালে বল পাঠান স্যাভিয়র গাডউইন।

ম্যাচে পিছিয়ে পড়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠে আল নাসর। মাঝমাঠ থেকে আক্রমন রচনা করে আল ওখদুদকে চাপে ফেলে দেয় রোনালদোর দল। তবে  ম্যাচে সমতা ফেরাতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের।

২৯ মিনিটে সতীর্থের হেডে বল ফিরে এলে দারুণ শটে গোল করেন সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে।

৪২ মিনিটে রোনালদোর গোলে ম্যাচে এগিয়ে যায় আল নাসর। তবে এই গোলের পেছনে বড় অবদান রেখেছেন মানে। আল ওখদুদের বক্সের ভেতর মানে ফাউলের শিকার হলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। স্পট কিক গোল করেন রোনালদো।

২-১ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে আল নাসর। এই স্কোর নিয়ে ম্যাচ শেষ করার পথে ছিলো আল নাসর। তবে ম্যাচের শেষ সময় আল নাসরকে আরও একটি গোল উপহার দেন মানে। ৮৮ মিনিটে দলকে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে ১৪ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে আছে আল নাসর। এক ম্যাচ কম খেলে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইত্তিহাদ। ১৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে আছে আল-হিলাল।

১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ১৪তমস্থানে আছে আল ওখদুদ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০