মায়োর্কাকে হারিয়ে ফাইনালে রিয়াল

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৬:২৬

ঢাকা, ১০ জানুয়ারি ২০২৫ (বাসস) : মায়োর্কাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ ফুটবলের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ।

গতরাতে স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল ৩-০ গোলে হারিয়েছে মায়োর্কাকে। আগামী ১৩ জানুয়ারি ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। প্রথম সেমিফাইনালে বার্সেলোনা ২-০ গোলে হারিয়েছিলো অ্যাথলেটিক ক্লাবকে।

সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে না পেলেও দ্বিতীয়ার্ধে তিন গোল করে জয়ী হয়ে  মাঠ ছাড়ে রিয়াল।

ম্যাচের ৬৩মিনিটে ভিনিসিাসের কাছ থেকে বল পেয়ে গোলমুখে হেডে করেছিলেন রদ্রিগো। সেটি মায়োর্কার পোস্টে লেগে ফিরে আসে। এরপর এমবাপ্পের ফিরতি শট ফিরিয়ে দেন মায়োর্কা গোলরক্ষক। ফিরে আসা বলে দারুণ শটে জুড বেলিংহ্যাম গোল করলে ১-০ ব্যবধানে  এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।

নির্ধারিত ৯০ মিনিট শেষে ১-০ গোলে ম্যাচ শেষ করার পথে ছিলো রিয়াল। তবে অতিরিক্ত সময়ে অর্থাৎ  ৯২ মিনিটে মায়োর্কার আত্মঘাতি গোলে ব্যবধান দ্বিগুণ করে ফেলে রিয়াল।

৩ মিনিট পর তৃতীয় গোল পায় রিয়াল। ডান দিক থেকে ভাসকুজের  ক্রস থেকে বল পেয়ে বল জালে পাঠান রদ্রিগো। এই গোল করে নিজের জন্মদিনের আনন্দে মেতে উঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো।

শেষ পর্যন্ত ৩-০ গোলের হয়ে ফাইনাল নিশ্চিত করে রিয়াল। ফাইনাল জিতলেই, বার্সেলোনার রেকর্ড স্পর্শ করবে রিয়াল। এখন পর্যন্ত সর্বোচ্চ ১৪বার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতেছে বার্সেলোনা। রিয়াল জিতেছে ১৩ বার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হত্যা মামলায় আশুলিয়া আওয়ামী লীগ নেতা মোতালেব বেপারী গ্রেফতার
শিক্ষকরাই সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে পারেন : এটিএম আজহারুল ইসলাম
বিএনপি দেশকে সঠিক পথে নিয়ে যেতে প্রতিজ্ঞাবদ্ধ : ড. মঈন খান 
জুলাই গণ-অভ্যুত্থানের রক্তাক্ত গল্প সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করা হচ্ছে : সংস্কৃতি উপদেষ্টা
মালয়েশিয়ায় জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ
শহীদ স্মরণ সভায় বক্তারা জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ প্রণয়নের দাবি জানিয়েছেন
বাংলাদেশকে বদলে দিতে হলে আগে রাজনৈতিক সহনশীলতা প্রয়োজন : আমীর খসরু
১৫ জুলাই রুমে নিয়ে টর্চারের পর হল থেকে বের করে দেয় ছাত্রলীগ : সামিউল
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না : চরমোনাইর পীর
প্রায় ২০ শতাংশ কর্মী ছাঁটাই করবে নাসা
১০