বাসস
  ১৩ জুন ২০২৩, ২০:২৯

আফগানিস্তানের অচেনা রুপে বিচলিত নন হাথরুসিংহে

ঢাকা, ১৩ জুন ২০২৩ (বাসস) : আফগানিস্তান দলকে নিয়ে বেশি চিন্তা না করে নিজেদের শক্তির উপর মনোযোগী হবার উপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। বিশ^ ক্রিকেটে বেশিরভাগ অপরিচিত খেলোয়াড়দের নিয়ে দল সাজিয়েছে আফগানরা। 
যেহেতু আফগানিস্তানের বেশিরভাগ খেলোয়াড়ের ভিডিও ফুটেজ পাওয়া যায়নি তাই আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হওয়া একমাত্র টেস্টের আগে প্রতিপক্ষকে নিয়ে পরিকল্পনা সাজানোর বিষয়ে আসলেই কিছু করার ছিল না বাংলাদেশের। 
আজ হাথুরুসিংহে বলেন, ‘অনেক ক্রিকেটার সম্পর্কে আমরা খুব বেশি জানি না। যাইহোক, আমরা প্রতিপক্ষ দলের শক্তি-সীমাবদ্ধতার দিকে নজর রাখছি। আমরা তাদের ২৫ শতাংশ ফোকাস করবো। আর বাকি ৭৫ শতাংশ আমরা নিজেরা কি করবো সেটাতে ফোকাস রাখবো। তাদের সম্পর্কে আমরা জানি না বলেই সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না।’
যদিও দলে নেই রশিদ খান, তাকে বিশ্রাম দেয়া হয়েছে। প্রতিভাবান স্পিনারদের নিয়েই দল ভালো করবে বলে বিশ^াস আফগানিস্তানের। আফগান স্পিনারদের সুবিধা থেকে বঞ্চিত করতে বাংলাদেশ ঘাসযুক্ত উইকেট প্রস্তুত করেছে বলে ভবিষ্যদ্বাণী করা হয়েছে। কিন্তু উইকেটটি স্পোর্টিং বলে মনে করছেন হাথুরুসিংহে। তিনি জানান, অতিরিক্ত গরমের কারনে টেস্টের পরবর্তী সময়ে উইকেট ভেঙে যেতে পারে এবং সেটি স্পিনারদের কাজে লাগবে। 
হাথুরুসিংহে বলেন, ‘রশিদ একজন কোয়ালিটি বোলার। শেষবার সে যখন এখানে খেলেছে ভালো করেছে। একই সময়ে আমাদের একজন সেরা ক্রিকেটার সাকিব আল হাসানও খেলতে পারছে না। তাই আমাদের যা আছে, তাতে আস্থা আছে।’
তিনি আরও বলেন, ‘গত কয়েকদিনের বৃষ্টির কারণে ঘাস সবুজ। আগেও এখানে সবুজ উইকেট দেখেছি। আমরা আয়ারল্যান্ডের বিপক্ষে সবুজ উইকেটে খেলেছি। আমাদের পেস বোলারদের এমন একটি কন্ডিশন দিতে হবে যা তাদের সামর্থ্যের মধ্যে থাকে।’
তিনি আরও বলেন, ‘আমাদের ভালো স্পিনারও আছে। এই ম্যাচটি সবুজ উইকেটে শুরু হচ্ছে। এই গরমে এটি খুব দ্রুত খারাপ হবে এবং খেলার শেষদিকে এটি স্পিনারদের সহায়তা করবে। তাই আমি মনে করি ব্যাটার, পেস বোলার এবং স্পিনার সবার জন্য এটি একটি ভালো স্পোর্টিং উইকেট। আমি একটি ভাল লড়াই দেখতে চাই।’
২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সর্বশেষ টেস্ট খেলেছিল আফগানিস্তান। ঐ দলের মাত্র চারজন খেলোয়াড় এবারের দলে আছেন। 
আঙুলের ইনজুরির কারনে ছিটকে যাওয়া অধিনায়ক সাকিব আল হাসানের অভাব অনুভব করবে বাংলাদেশ। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিবেন লিটন দাস। পিঠের ইনজুরিতে ভুগছেন ওপেনার তামিম ইকবাল। ম্যাচ খেলার মত ফিটনেসের অনুমতির অপেক্ষায় আছেন পেসার তাসকিন। কিন্তু এসব নিয়ে বিচলিত নন হাথুরুসিংহে। তিনি জানান, আয়ারল্যান্ডের বিপক্ষে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে বাংলাদেশ, সেটি অব্যাহত রাখা উচিত। ঐ টেস্টে ওভার প্রতি মাত্র ৪.৫০ রান করে নিয়েছিলো বাংলাদেশ এবং ম্যাচটি ৭ উইকেটে জিতেছিল। তিনি বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের আগে আমরা যেমন আলোচনা করেছি, ফলাফল যাই হোক না কেন আমরা নির্দিষ্ট ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চেয়েছিলাম। আমাদের শেষ ম্যাচটি ফলাফলের জন্য ছিলো। তবে আমরা বুঝতে চেয়েছিলাম বিভিন্ন কন্ডিশনে আমাদের দক্ষতা কিভাবে পাঁচ দিন স্থায়ী হয়। নির্দিষ্ট উপায়ে খেলাটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিলো।’
যদিও টেস্টটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় তারপরও হাথুরুসিংহকে রোমাঞ্চিত দেখাচ্ছিলো। তিনি বলেন, ‘আপনি আপনার দেশের হয়ে খেলছেন। টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা ভুলে যান, এটা কতদিন আগে এসেছে? দুই বছর, তিন বছর আগে, নাকি চার বছর আগে।’
তিনি আরও বলেন, ‘আমি মনে করি টেস্ট ম্যাচে দেশের হয়ে খেলাই তাদের অনুপ্রাণিত হবার জন্য যথেষ্ট এবং আমি এটিকে এভাবেই দেখি। দেশের হয়ে যে কোন ম্যাচ খেলেন না কেন, এটি সম্মানের।’