বাগেরহাট, ১২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার মোংলা উপজেলার সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র করমজল সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য ব্যস্থাপনার উন্নয়ন ও মূল্যায়ণের লক্ষ্যে করমজল ইকো - ট্যুরিজম সাইটে প্লাস্টিক বর্জ্যের অডিট পরিচালিত হয়েছে। প্লাস্টিক রিডাকশন ইনিশিয়েটিভ ইন সুন্দরবনস ট্রান্সবাউন্ডারি ইন্টারন্যাশনাল ন্যাচারাল ইকোসিস্টেম (পিআরআইএসটিআইএনই) প্রকল্পের আওতায় গতকাল দিনভর এ অডিট পরিচালিত হয়।
এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসডো), আরণ্যক ফাউন্ডেশন ও রিসাইকেল জার ইকোসিস্টেমের সহযোগিতায় এ অডিট পরিচালনা করা হয়েছে । পিআরআইএসটিআইএনই প্রকল্পটি ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর সহায়তায় সাউথ এশিয়া কো- অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করছে।
এই উদ্যোগের মূল লক্ষ্য হল, সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র করমজলে ব্যবহৃত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিমান, ধরণ ও উৎস চিহ্নিত করা। যা টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নীতির জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। অডিটে দেখা গেছে, নদীর মধ্যে থাকা ও জঙ্গলে ছড়িয়ে থাকা, এই দুই ক্ষেত্রের বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে । এই নতুন অডিটটি এই বিষয়গুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করে নীতিগত সুপারিশ প্রদান করবে ।
নিরীক্ষার সময় স্বেচ্ছাসেবক ও তরুণ অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ, পর্যটকদের আচরণ বিশ্লেষণ এবং পর্যটন মৌসুমে করমজলে পর্যটক দ্বারা বহনকৃত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিমাণ নির্ধারণে সক্রিয়ভাবে অংশ নেয়।