করমজল ইকো-ট্যুরিজম সাইটে এসডোর প্লাস্টিক বর্জ্য অডিট

বাসস
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৩৭
দিনভর করমজল ইকো-ট্যুরিজম সাইটে এসডোর প্লাস্টিক বর্জ্য অডিট। ছবি ; বাসস

বাগেরহাট, ১২ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : জেলার মোংলা উপজেলার সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র করমজল সুন্দরবনে প্লাস্টিক বর্জ্য ব্যস্থাপনার উন্নয়ন ও মূল্যায়ণের লক্ষ্যে করমজল ইকো - ট্যুরিজম সাইটে প্লাস্টিক বর্জ্যের অডিট পরিচালিত হয়েছে। প্লাস্টিক রিডাকশন ইনিশিয়েটিভ ইন সুন্দরবনস ট্রান্সবাউন্ডারি ইন্টারন্যাশনাল ন্যাচারাল ইকোসিস্টেম (পিআরআইএসটিআইএনই) প্রকল্পের আওতায় গতকাল দিনভর এ অডিট পরিচালিত হয়। 

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (এসডো), আরণ্যক ফাউন্ডেশন ও রিসাইকেল জার ইকোসিস্টেমের সহযোগিতায় এ অডিট  পরিচালনা করা হয়েছে । পিআরআইএসটিআইএনই প্রকল্পটি ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস এর সহায়তায় সাউথ এশিয়া কো- অপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম বাস্তবায়ন করছে। 

এই উদ্যোগের মূল লক্ষ্য হল, সুন্দরবনের অন্যতম পর্যটন কেন্দ্র করমজলে ব্যবহৃত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিমান, ধরণ ও উৎস চিহ্নিত করা।  যা টেকসই বর্জ্য ব্যবস্থাপনা নীতির জন্য গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। অডিটে দেখা গেছে, নদীর মধ্যে থাকা ও জঙ্গলে ছড়িয়ে থাকা, এই দুই ক্ষেত্রের বর্জ্যের কার্যকর ব্যবস্থাপনা নিয়ে গুরুতর উদ্বেগ রয়েছে । এই নতুন অডিটটি এই বিষয়গুলো আরও গভীরভাবে বিশ্লেষণ করে নীতিগত সুপারিশ প্রদান করবে ।

নিরীক্ষার সময় স্বেচ্ছাসেবক ও তরুণ অংশগ্রহণকারীরা তথ্য সংগ্রহ, পর্যটকদের আচরণ বিশ্লেষণ এবং পর্যটন মৌসুমে করমজলে পর্যটক দ্বারা বহনকৃত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পরিমাণ নির্ধারণে সক্রিয়ভাবে অংশ নেয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অনলাইন জুয়ার বিজ্ঞাপন বন্ধের নির্দেশনা চেয়ে রিট
কুমিল্লা আদালত প্রাঙ্গণে বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ উদ্বোধন
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার কাজ সক্রিয়ভাবে এগিয়ে চলছে : প্রধান বিচারপতি
মার্কিন সহায়তা বন্ধে আফগানিস্তানে মৃত্যু ঝুঁকিতে লাখো শিশু
ধসে পড়া ডোমিনিকান নাইটক্লাবের মালিকদের বিরুদ্ধে হত্যার অভিযোগ 
নাটোরে নিহত কন্যা শিশুর পরিবারের পাশে তারেক রহমান
সার্বিয়ার কাছে ইইউ’র দাবি বিক্ষোভকারীদের দাবির অনুরূপ : কমিশনার
দক্ষিণ আফ্রিকায় অপহৃত মার্কিন যাজক মুক্তি পেয়েছেন, ৩ সন্দেহভাজন নিহত: পুলিশ
২০২৮ অলিম্পিকে ক্রিকেট ভেন্যুর নাম ঘোষণা
সাবেক আইজিপি মামুন, এমপি জ্যাকব ও ওসি আবুল হাসান রিমান্ডে
১০