পঞ্চগড়ে পর্যটন সম্ভাবনা যাচাইয়ে স্টেকহোল্ডার কনসালটেশন সভা 

বাসস
প্রকাশ: ১২ মে ২০২৫, ১৮:৫০
সোমবার পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে ‘পঞ্চগড় জেলার পর্যটন সম্ভবনা’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে স্টেকহোল্ডার  কনসালটেশন সভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

পঞ্চগড়, ১২ মে, ২০২৫ (বাসস): উত্তরবঙ্গের মধ্যে পঞ্চগড়ে পর্যটন শিল্পের সম্ভবনা বেশি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক আবু সেলিম মাহমুদ উল হাসান।

আজ সোমবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে ‘পঞ্চগড় জেলার পর্যটন সম্ভবনা’ শীর্ষক উন্নয়ন প্রকল্পের সম্ভাব্যতা  যাচাইয়ে স্টেকহোল্ডার  কনসালটেশন সভায় একথা বলেন তিনি। 

সেলিম মাহমুদ বলেন, পঞ্চগড় দেশে উত্তরাঞ্চলের সবচেয়ে জেলা হওয়ায় এ এখানে পর্যটন সম্ভবনা অপার। এছাড়া সমতলের চা বাগান, ভিতরগড় দুর্গনগরীসহ এখানে পর্যটনের জন্য যে-সব উপকরণ রয়েছে তাতে বিপুল  সংখ্যক  কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইকো ট্যুরিজম ও কৃষি ভিত্তিক ট্যুরিজমেরও সুযোগ রয়েছে এখানে। আমরা এ জেলায় পর্যটনের সম্ভাব্যতা যাচাই করছি। আমাদের পক্ষ থেকে যা যা করার সুযোগ রয়েছে আমরা তা করবো।

এ সময় এ জেলায় পর্যটন শিল্পে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ করার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত সভায় সভাপতিত্ব করেন  পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, পঞ্চগড় সদর সেনাক্যাম্পের অধিনায়ক ক্যাপ্টেন মেহেদী, পঞ্চগড় জজ আদালতের পাবলিক প্রসিকিউটর আদম সুফি, জেলা জামায়াতের আমির ইকবাল হোসাইন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম, অ্যাড. মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।

সভায় পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানির প্রতিনিধি, ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন।

আগামীতে পর্যটন শিল্পে পঞ্চগড় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মাইলস্টোন কলেজ দুর্ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপরাজনীতি শুরু করেছে : এ্যানি
দাদার কবরের পাশে শায়িত হলেন মাইলস্টোন শিক্ষার্থী আয়মান
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিন সদস্য গ্রেফতার
অভ্যুত্থানের অঙ্গীকার ভুলে গেলে আওয়ামী লীগের পরিণতি ভোগ করতে হবে : এবি পার্টি
ভারতীয় সীমান্তে দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের আন্তর্জাতিক তদন্ত দাবি জামায়াতের
মাইলস্টোনের শিক্ষার্থী রাইসার দাফন সম্পন্ন, শোকে স্তব্ধ গ্রামবাসী
জামায়াত দল নিয়ন্ত্রণ করেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে : ডা. শফিকুর রহমান
ঢাকার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় লন্ডনের কূটনৈতিক মিশনগুলোর শোক প্রকাশ
৩ আগস্ট শহীদ মিনার থেকে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করা হবে : নাহিদ ইসলাম
চট্টগ্রামের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
১০