বাগেরহাটের নীলকর মোরেলের কুঠিবাড়ি সংস্কারের উদ্যোগ

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:০৩
ইংরেজ নীলকর রবার্ট মোরেলের নামানুসারে প্রতিষ্ঠিত বাগেরহাটের মোরেলগঞ্জে রবার্ট মোরেলের এই কুঠিবাড়ি। ছবি : বাসস

বাগেরহাট, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): ইংরেজ নীলকর রবার্ট মোরেলের নামানুসারে প্রতিষ্ঠিত হয় বাগেরহাটের মোরেলগঞ্জে রবার্ট মোরেলের কুঠিবাড়ি। ১৪২ বছরের এই ঐতিহ্য ২০২৪ সালে গেজেটভুক্ত স্থাপনার তালিকায় ঠাঁই পেলেও অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে দিনে দিনে ধ্বংসের দ্বারপ্রান্তে। 

তবে এবার বাড়িটির অস্তিত্ব টিকিয়ে রাখতে স্বল্প পরিসরে উদ্যোগ গ্রহণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইংরেজ শাসনামলের সাক্ষী, অত্যাচারী মোরেলের শেষ স্মৃতি এই কুঠিবাড়ি। এর অনেক জমি এখন বেদখল। ১৮৪৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট মোরেলের মৃত্যু হলে স্ত্রী মিসেস মোরেল তার দুই ছেলে রবার্ট মোরেল ও হেনরি মোরেলকে নিয়ে বসতি স্থাপন করেন পানগুছি নদীর পশ্চিম পাড়ে। 

সুন্দরবনের জমি বন্দোবস্ত নিয়ে শুরু করেন নীলচাষ। বাগেরহাট তখন মহকুমা হয়নি। খুলনা জেলাও ছিল যশোর জেলার অন্তর্গত। আর এর বড় অংশ জুড়ে ছিল সুন্দরবন। মিসেস মোরেল বরিশাল থেকে শ্রমিক সংগ্রহ করে বন আবাদ করে গড়ে তোলেন বিশাল আবাসস্থল ও কুঠিবাড়ি।

বাগেরহাট জেলার দক্ষিনাঞ্চল মোরেলগঞ্জ পৌরসভায় অবস্থিত মোরেলদের এই কুঠিবাড়ি। ভবনের পুরনো আমলের সেই দরজা, জানালা, গ্রিল, সিন্দুক, সিঁড়িসহ বহু মূল্যবান মালামাল ধীরে ধীরে বেহাত হয়ে গেছে। স্মৃতিস্তম্ভ থেকেও চুরি হয়ে গেছে অনেক মালামাল।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন বাসসকে জানিয়েছেন, ইতোমধ্যে ঐতিহাসিক এই স্থাপনার ৬০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এটি টিকিয়ে রাখতে কয়েক কোটি টাকা প্রয়োজন। এই অর্থবছরে ৫ লাখ টাকা বরাদ্দ আসছে। বাজেট স্বল্পতার কারণে অধিদপ্তর কোনো ব্যবস্থা নিতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কবিষয়ক বৈঠক চলছে
ডাকসু, রাকসু ও জাকসু নির্বাচনের তফসিল ঘোষণায় প্রশাসনকে শিবিরের ধন্যবাদ
কমিউনিটিভিত্তিক মডেলে মাঠ ও পার্ক ব্যবস্থাপনা করবে ডিএনসিসি
ফিলিস্তিনি জনগণকে গণহত্যা থেকে রক্ষা করতে পররাষ্ট্র উপদেষ্টার আহ্বান
৬ষ্ঠ বাংলাদেশ আন্তর্জাতিক স্কোয়াশ ওপেনের সমাপনী ও পুরস্কার বিতরণ
আগামী ৩ কার্যদিবসে দপ্তর সমূহে ওয়েবসাইট না থাকার ব্যাখা চেয়েছে মাউশি
পাবনায় রাইস এজেন্সির মালিকের কাছে চাঁদা দাবি, আটক ২
২৮ জুলাই ঐকমত্য কমিশনের সংলাপের সময় অগ্নিকাণ্ডের কোনো প্রমাণ পায়নি তদন্ত কমিটি
১০০ টাকা মূল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ‘ড্র’ ৩১ জুলাই
পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে : নাহিদ ইসলাম
১০