বাগেরহাটের নীলকর মোরেলের কুঠিবাড়ি সংস্কারের উদ্যোগ

বাসস
প্রকাশ: ২৯ জুলাই ২০২৫, ১৪:০৩
ইংরেজ নীলকর রবার্ট মোরেলের নামানুসারে প্রতিষ্ঠিত বাগেরহাটের মোরেলগঞ্জে রবার্ট মোরেলের এই কুঠিবাড়ি। ছবি : বাসস

বাগেরহাট, ২৯ জুলাই, ২০২৫ (বাসস): ইংরেজ নীলকর রবার্ট মোরেলের নামানুসারে প্রতিষ্ঠিত হয় বাগেরহাটের মোরেলগঞ্জে রবার্ট মোরেলের কুঠিবাড়ি। ১৪২ বছরের এই ঐতিহ্য ২০২৪ সালে গেজেটভুক্ত স্থাপনার তালিকায় ঠাঁই পেলেও অযত্ন, অবহেলা আর সংস্কারের অভাবে দিনে দিনে ধ্বংসের দ্বারপ্রান্তে। 

তবে এবার বাড়িটির অস্তিত্ব টিকিয়ে রাখতে স্বল্প পরিসরে উদ্যোগ গ্রহণ করেছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ইংরেজ শাসনামলের সাক্ষী, অত্যাচারী মোরেলের শেষ স্মৃতি এই কুঠিবাড়ি। এর অনেক জমি এখন বেদখল। ১৮৪৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি রবার্ট মোরেলের মৃত্যু হলে স্ত্রী মিসেস মোরেল তার দুই ছেলে রবার্ট মোরেল ও হেনরি মোরেলকে নিয়ে বসতি স্থাপন করেন পানগুছি নদীর পশ্চিম পাড়ে। 

সুন্দরবনের জমি বন্দোবস্ত নিয়ে শুরু করেন নীলচাষ। বাগেরহাট তখন মহকুমা হয়নি। খুলনা জেলাও ছিল যশোর জেলার অন্তর্গত। আর এর বড় অংশ জুড়ে ছিল সুন্দরবন। মিসেস মোরেল বরিশাল থেকে শ্রমিক সংগ্রহ করে বন আবাদ করে গড়ে তোলেন বিশাল আবাসস্থল ও কুঠিবাড়ি।

বাগেরহাট জেলার দক্ষিনাঞ্চল মোরেলগঞ্জ পৌরসভায় অবস্থিত মোরেলদের এই কুঠিবাড়ি। ভবনের পুরনো আমলের সেই দরজা, জানালা, গ্রিল, সিন্দুক, সিঁড়িসহ বহু মূল্যবান মালামাল ধীরে ধীরে বেহাত হয়ে গেছে। স্মৃতিস্তম্ভ থেকেও চুরি হয়ে গেছে অনেক মালামাল।

অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন) শেখ কামাল হোসেন বাসসকে জানিয়েছেন, ইতোমধ্যে ঐতিহাসিক এই স্থাপনার ৬০ শতাংশই ধ্বংস হয়ে গেছে। এটি টিকিয়ে রাখতে কয়েক কোটি টাকা প্রয়োজন। এই অর্থবছরে ৫ লাখ টাকা বরাদ্দ আসছে। বাজেট স্বল্পতার কারণে অধিদপ্তর কোনো ব্যবস্থা নিতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ায় ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
নিরাপত্তা চুক্তির বিষয়ে ইসরাইলের সঙ্গে আলোচনা চলছে: সিরিয়ার প্রেসিডেন্ট 
নতুন ঋণের ধাক্কায় ফ্রান্সের ক্রেডিট রেটিং কমিয়েছে ফিচ
গাজায় ইসরাইলের হামলায় নিহত আরও ৫০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১০
বগুড়ায় বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু
পুরোনো ভিডিও দিয়ে ছাত্রদল-শিবিরের বিরুদ্ধে অপপ্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের
টাঙ্গাইলের মির্জাপুরে বিএনপির গণসংযোগ ও খেলাধুলার সামগ্রী বিতরণ
নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সঙ্গে তৃণমূল নেতাকর্মীদের মতবিনিময়
পারমাণবিক অস্ত্রভাণ্ডার ও সামরিক শক্তি বাড়াবে উত্তর কোরিয়া: রাষ্ট্রীয় গণমাধ্যম
১০