বাসস
  ২২ নভেম্বর ২০২৩, ২০:৪৬

রিটার্ন দাখিলের সময় ২ মাস বাড়ানোর আবেদন চট্টগ্রাম চেম্বারের

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৩ (বাসস) : ২০২৩-২৪ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলে করদিবসের সময়সীমা ২ মাস বৃদ্ধি করে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত করার অনুরোধ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি (সিসিসিআই)। 
সংগঠনের সভাপতি ওমর হাজ্জাজ আজ এক পত্রের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের প্রতি এই আহবান জানান। 
পত্রে তিনি উল্লেখ করেন, বৈশ্বিক যুদ্ধাবস্থার কারণে বিশ্বব্যাপী অর্থনীতির বিরূপ অবস্থা, বিদ্যমান মূল্যস্ফীতি ও আমদানি হ্রাস পাওয়াসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে বিপুল সংখ্যক নতুন এবং পুরাতন করদাতাদের পক্ষে স্বল্পতম সময়ের মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা প্রায় অসম্ভব। 
তিনি ৩০ নভেম্বরের পরিবর্তে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমাদানের সুযোগ প্রদানের অনুরোধ জানান।