বাসস
  ০৫ জানুয়ারি ২০২৫, ২১:৫৪

বাধ্যতামূলক ছুটিতে এস আলম নিয়ন্ত্রিত চার ব্যাংকসহ ৬ ব্যাংকের এমডি

ফাইল ছবি

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস): এস আলম গ্রুপের নিয়ন্ত্রণাধীন চার ব্যাংকসহ মোট ছয়টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংকগুলো হলো- এক্সিম ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, আইসিবি ইসলামিক ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং ফার্স্টসিকিউরিটি ইসলামী ব্যাংক।

আজ রোববার ৫ জানুয়ারি তাদের ছুটিতে পাঠানোর নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক।

একটি ভয়েস বার্তার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা বলেন, অডিটের সময় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য তাদের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ছয়টি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়।

তিনি বলেন, নীতি অনুসরণ করেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক এসেট কোয়ালিটির রিভিউর আওতায়  এসব ব্যাংকে একটি অডিট পরিচালনা করবে। এ প্রক্রিয়ায় তারা যেন অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন সে জন্যই তাদের সাময়িক ছুটিতে পাঠানো হয়েছে।