২০২৪ সালে পদ্মা সেতু থেকে ৮৩৮.৫৬ কোটি টাকা টোল আদায়

বাসস
প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২৫, ১৯:১৭

\ সৈয়দ শুকুর আলী শুভ \

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) ২০২৪ সালে পদ্মা সেতু থেকে সর্বোচ্চ ৮৩৮.৫৬ কোটি টাকা আয় করেছে।

পদ্মা বহুমুখী সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বাসস’কে জানান, ৬৭ লাখ ৩৬ হাজার ৪৭৮টি যানবাহন থেকে এই টোল আদায় করা হয়েছে।

তিনি বলেন, ২০২২ সালের ২৫ জুন যান চলাচলের জন্য ৬.১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি খোলার পর থেকে বিবিএ ১ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৯৬৮টি যানবাহন থেকে মোট ২ হাজার ৬১ কোটি ৯৭ লাখ টাকা আয় করেছে।

বিবিএ এ পর্যন্ত মেগা প্রকল্প নির্মাণের জন্য সরকার কর্তৃক প্রদত্ত ঋণ পরিশোধের জন্য ১০ কিস্তিতে ১ হাজার ৫৭৭ কোটি ১৬ লাখ টাকা অর্থ বিভাগকে পরিশোধ করেছে।

সেতু বিভাগ ২০২৩ সালের ৫ এপ্রিল রাজস্ব থেকে পদ্মা সেতু নির্মাণের জন্য ঋণ হিসাবে নেওয়া ঋণ পরিশোধ করা শুরু করে।

‘আমরা সাধারণত সরকারকে প্রতি অর্থবছরে চারটি কিস্তি প্রদান করি এবং প্রতি কিস্তিতে ১৫৭ কোটি ৭১ কোটি টাকা দেওয়া হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ২০২৪ সালের ১৪ জুন একদিনে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল ৪ কোটি ৮০ লাখ যখন রেকর্ড সংখ্যক ৪৪ হাজার ৩৩ টি যানবাহন সেতুটি অতিক্রম করেছিল।

বিশ্বব্যাংক ও অন্যান্য বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানের অর্থায়ন থেকে সরে যাওয়ার প্রেক্ষাপটে সরকার নিজস্ব অর্থায়নে মোট ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মাণ করেছে।

এই অর্থের মধ্যে সরকার ৩০০ কোটি টাকা অনুদান দিয়েছে এবং বাকি ২৯ হাজার ৮৯৩ কোটি টাকা এক শতাংশ সুদে ঋণ হিসেবে দেওয়া হয়েছে বিবিএকে।

২০১৯ সালের ২৯ আগস্ট অর্থ বিভাগের সাথে চুক্তি অনুসারে, বিবিএ ৩৫ বছরের মধ্যে ১৪০ টি কিস্তিতে এই ঋণ পরিশোধ করবে।

পরিশোধের সময়সূচী অনুযায়ী, প্রতি অর্থবছরে সর্বনিম্ন ৬৩৪ কোটি টাকা থেকে সর্বোচ্চ ১ হাজার ৪৭৫ কোটি টাকা দিতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা 
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ২ দিনব্যাপী প্রশিক্ষণ 
বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসন বেশি প্রাধান্য দেবে: মির্জা ফখরুল
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন
যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের সহায়তায় মেক্সিকোর লটারি চালু
পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে : পরিবেশ উপদেষ্টা
পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজের পরিবারের পাশে রিজভী
সিএমএইচ-এ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
মেহেরপুরে জুলাই পুনর্জাগরণে শপথ ও আলোচনাসভা 
১০