শিরোনাম
ঢাকা, ৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) পিএলসি অফিসার্স অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান রাজধানীর ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আহমেদ ইসমেত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. জসিম উদ্দিন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শচীন্দ্র নাথ সমাদ্দার, সকল জেনারেল ম্যানেজারবৃন্দ এবং এসোসিয়েশনের সভাপতি মো. ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রাকিবসহ ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।