তেল ও চালের মূল্য স্থিতিশীল রাখতে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি

বাসস
প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১৯:১৮
ফাইল ছবি

ঢাকা, ৭ জানুয়ারি, ২০২৫ (ঢাকা) : গ্রাহক পর্যায়ে ভোজ্য তেল ও চালের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকার মোহাম্মদপুর কৃষি মার্কেট  এলাকায় ভোজ্য তেলের বাজারে ও বাবু বাজার এলাকায় চালের পাইকারি বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে।

অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশিক্ষণ ও প্রচার) আফরোজা রহমান স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল, শিকদার শাহীনুর আলম ও মো. আব্দুস সালাম।

এতে বলা হয়, সরকারের বেঁধে দেয়া সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য থেকে বেশি দামে বিক্রি করার অপরাধে মোহাম্মদপুর কৃষি মার্কেটস্থ ‘হেলাল জেনারেল স্টোর’কে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও  আগামী ৮ জানুয়ারি অধিদপ্তরে শুনানিতে উপস্থিত হয়ে অননুমোদিত বোতলজাত সয়াবিন তেল সরবরাহ ও বিক্রি করার অপরাধে কেন উক্ত প্রতিষ্ঠানের নামে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশনা দেয়া হয়।

পাশাপাশি, রাজধানীর বাবু বাজার এলাকায় বাজার অভিযান পরিচালনা করে চালের বস্তায় মিলগেট মূল্য না থাকা, স্টক রেজিস্ট্রার রক্ষণাবেক্ষণ না করা ও ক্যাশ মেমো দেখাতে ব্যর্থ হওয়া ইত্যাদি অপরাধে ‘রাজীব এন্টারপ্রাইজ’কে ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা আরোপ ও তাৎক্ষণিক আদায় করা হয়।

একইসাথে, বাজার কমিটির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীনসহ অন্যান্য চাল ব্যবসায়ীদের নিয়ে একটি তাৎক্ষণিক মতবিনিময় সভা করা হয়।

সভায় আমনের ভরা মৌসুমে যৌক্তিক ও গ্রহণযোগ্যভাবে মুনাফা করে ব্যবসা পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জনস্বার্থে এ সকল কার্যক্রম অব্যাহত রাখবে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার সংশোধিত তালিকা প্রকাশ
রাঙ্গামাটির রাজবন বিহারে সর্বজনীন মহাসংঘদান অনুষ্ঠিত
মাগুরায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, জরিমানা আদায়
সাতক্ষীরায় নদীনির্ভর জীবনযাত্রা মেলা যেন এক জীবন্ত পাঠশালা
মোংলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় পথচারী নিহত
বোয়ালখালীতে আগুনে পুড়ল ৬ বসতঘর
ভেনিজুয়েলার উপকূল থেকে জব্দ ট্যাংকারটিকে বন্দরে আনছে যুক্তরাষ্ট্র
মাগুরায় বিট পুলিশিংয়ের ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা
কিয়েভে ২টি বিস্ফোরণে নিহত ১, আহত ৪ 
ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেলেনস্কির আলোচনা
১০