ঢাকায় গার্মেন্টস এক্সেসরিজ মেলা শুরু 

বাসস
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ২০:০৮
ছবি: বিজিএপিএমইএ এর ফেসবুক পেইজ থেকে নেওয়া

ঢাকা, ৮ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বিদেশি বিনিয়োগ আকৃষ্ট ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে ২৫ দেশের পাঁচশ’ প্রতিষ্ঠানের গার্মেন্টস এক্সেসরিজ মেলা। 

তৈরি পোশাকশিল্পে ব্যবহৃত সর্বাধুনিক যন্ত্রপাতি বা গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের প্রদর্শনের জন্য বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ বুধবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক।

যৌথভাবে এর আয়োজন করেছে বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এবং এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড। 

আইসিসিবির ৮টি হল জুড়ে আয়োজিত এই প্রদর্শনীটি প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। 

প্রদর্শনীতে তৈরি পোশাক শিল্পের কাটিং, সেলাই ফিনিশিং, এমব্রয়ডারি মেশিনারি, খুচরা জিনিসপত্রসহ বিভিন্ন ধরনের আনুষঙ্গিক পণ্য একসঙ্গে দেখার সুযোগ পাওয়া যাবে। 

প্রদর্শনীর আয়োজক প্রতিষ্ঠান এএসকে ট্রেড শো অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, ২০২৪ সালে কিছুটা খারাপ সময় গেলেও বর্তমানে অর্ডারের পরিমাণ বেশ বেড়েছে। 

তিনি বলেন, নন-কটন পোশাক, বিশেষত খেলাধুলার পোশাকের বৈচিত্র্য ও সম্প্রসারণে নতুন ধারণা এসেছে। যা জিটিবির পরিবর্তন ও বিশেষায়িত যন্ত্রপাতির চাহিদা বৃদ্ধি করছে। 

প্রদর্শনীতে সেলাই লন্ড্রি, ফিনিশিং, সিএডি-সিএএম এবং এমব্রয়ডারির ক্ষেত্রে সর্বশেষ উদ্ভাবন উপস্থাপন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে তারুণ্যের উৎসব কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত
জুলাই যোদ্ধারা গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসের অংশ: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা 
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শেষ হলো ২ দিনব্যাপী প্রশিক্ষণ 
বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসন বেশি প্রাধান্য দেবে: মির্জা ফখরুল
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন
যুক্তরাষ্ট্রে ক্ষতিগ্রস্ত অভিবাসীদের সহায়তায় মেক্সিকোর লটারি চালু
পরিবেশকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে আনতে হবে : পরিবেশ উপদেষ্টা
পল্লবীতে শহীদ আফনান ফাইয়াজের পরিবারের পাশে রিজভী
সিএমএইচ-এ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন স্বাস্থ্য উপদেষ্টার
মেহেরপুরে জুলাই পুনর্জাগরণে শপথ ও আলোচনাসভা 
১০