বিজিএমইএ’র প্রশাসকের সঙ্গে ডব্লিউআরসি প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাসস
প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ২০:০১

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৫ (বাসস) : ওয়ার্কার্স রাইটস কনসোর্টিয়াম’র (ডব্লিউআরসি) একটি প্রতিনিধিদল গতকাল রাজধানীর উত্তরাস্থ বিজিএমইএ’র কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে প্রতিনিধিদলে ছিলেন ডব্লিউআরসির ডাইরেক্টর অব ইন্টারন্যাশনাল এডভোকেসী তুলসী নারায়নস্বামী, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক মনোদ্বীপ গুহ এবং বাংলাদেশে ডব্লিউআরসির প্রতিনিধি সৈকত মল্লিক। বিজিএমইএ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বৈঠকে বিজিএমইএ প্রশাসক ডব্লিউআরসির প্রতিনিধিদলের কাছে বাংলাদেশের পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, শিল্পের চ্যালেঞ্জ এবং সুযোগগুলো বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের পোশাক শিল্প কিভাবে কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করেছে, শ্রমমান উন্নয়ন এবং পরিবেশগত টেকসই উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রগুলোতে বাস্তব রূপান্তরের মধ্য দিয়ে গেছে, তা তুলে ধরেন।

আলোচনাকালে আনোয়ার হোসেন পোশাক শিল্পকে আরও টেকসই করতে যৌক্তিক মূল্য, যা পোশাক শ্রমিকদের কল্যাণকে প্রভাবিত করে, তার উপর জোর দেন। 

তিনি বলেন, আন্তর্জাতিক ও স্থানীয় বিভিন্ন কারণে উৎপাদন ব্যয় বেড়েছে, অথচ ক্রেতাদের অফার করা মূল্যে সেই বাস্তবতা ও যৌক্তিকতা প্রতিফলিত হচ্ছে না।

তিনি বলেন, ইতোমধ্যেই বাংলাদেশ বিশ্বে একটি নিরাপদ ও নৈতিক পোশাক সোর্সিং গন্তব্য হিসেবে প্রশংসা ও স্বীকৃতি অর্জন করেছে। 

তিনি ডব্লিউআরসির নেতাদেরকে শ্রমমান উন্নয়ন ও যৌক্তিক মূল্য পরিশোধের বিষয়ে ব্র্যান্ড ক্রেতাদের উপর চাপ দেয়ার জন্য অনুরোধ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
‘চট্টগ্রাম-কক্সবাজার সড়ক ৬ লেনে উন্নীতকরণের প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই’
ভোটারদের কাছে বিনয়ের সাথে ভোট চাইতে হবে : ডা. জাহিদ
আজ ছিল ভয়াল সিডর দিবস 
বৈশ্বিক ইন্টারনেট স্বাধীনতার সূচকে ভারতের কাছাকাছি বাংলাদেশ
বিভিন্ন প্ল্যাটফর্মে নারীর অংশগ্রহণ বেড়েছে : তথ্য উপদেষ্টা
রাজধানীর মিরপুরে ‘মুক্তি তোরণ’ উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিত করতে রাষ্ট্রযন্ত্র সংস্কার অপরিহার্য : আখতার হোসেন
দ্য সোল অব জুট : ক্রাফট, কালচার, ট্যুরিজম অ্যান্ড ইনোভেশন প্রদর্শনী শুরু ১৭ নভেম্বর
সুদানে অর্ধেকের বেশি মানুষের মানবিক সাহায্য প্রয়োজন
নারায়ণগঞ্জের আলোর বাতিঘর ‘সুধীজন পাঠাগার’
১০