আমদানি-রপ্তানি পণ্য খালাস প্রক্রিয়ায় ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ ব্যবহার বাধ্যতামূলক

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:০০

ঢাকা, ১৫ জানুয়ারি, ২০২৫ (বাসস) : বাংলাদেশে আমদানি ও রপ্তানি পণ্য খালাস প্রক্রিয়ায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে সাতটি সরকারি সংস্থার সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট (সিএলপি) বাধ্যতামূলকভাবে ‘বাংলাদেশ সিঙ্গেল উইন্ডো’ (বিএসডব্লিউ) সিস্টেমের মাধ্যমে জমা দিতে হবে।

গতকাল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে।

এনবিআর’র বিজ্ঞপ্তি অনুসারে, সরকার ঘোষণা করেছে ২০২৫ সালের ৩১ জানুয়ারির পর সাতটি সরকারি সংস্থার সিএলপি ম্যানুয়ালি আর গ্রহণ করা হবে না। সংস্থাগুলো হলো- ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ), রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিডি), বিস্ফোরক অধিদপ্তর,  বাংলাদেশ ন্যাশনাল অথরিটি ফর কেমিক্যাল উইপন্স কনভেনশন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ এবং পরিবেশ অধিদপ্তর।

এনবিআর কর্তৃক বাস্তবায়িত বিএসডব্লিউ সিস্টেমটি একটি অনলাইন প্ল্যাটফর্ম যা সিএলপি আবেদন এবং প্রক্রিয়াকরণকে সহজতর করার জন্য তৈরি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমদানিকারক এবং রপ্তানিকারকরা তাদের বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) ব্যবহার করে বিএসডব্লিউ সিস্টেমে (Website: bswnbr.gov.bd) নিবন্ধন করতে পারবেন এবং প্রয়োজনীয় সমস্ত নথি ডিজিটালভাবে জমা দিতে পারবেন। 

সরকার ইতোমধ্যেই এই সিস্টেমের বেশ কয়েকটি সুবিধা তুলে ধরেছে, যার মধ্যে রয়েছে এই সিস্টেম ব্যবহারের ফলে একটি কমন প্ল্যাটফর্মে আমদানি-রপ্তানি পণ্যের জন্য প্রযোজ্য সার্টিফিকেট, লাইসেন্স এবং পারমিট-সংক্রান্ত সব কার্যক্রম সংশ্লিষ্ট সব সংস্থা কর্তৃক যুগপৎভাবে অনলাইনে সম্পন্ন করা, সরকারি কাজে ব্যক্তিগত যোগাযোগ (হিউম্যান ইন্টারেকশন) না থাকায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত, পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে সময় ও ব্যয় হ্রাস, দেশি-বিদেশী ব্যবসায়ীদের মধ্যে আস্থা সৃষ্টির মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের প্রসার ঘটবে।

প্রাথমিকভাবে, ১৯টি সিএলপি ইস্যুকারী সংস্থার মধ্যে এই পর্যায়ে সাতটি সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০