এফডিআই আকর্ষণে হিটম্যাপ তৈরি করছে বিডা

বাসস
প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ২০:২৬
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৫ (বাসস): বিশ্বব্যাপী সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআিই) একটি দেশের জিডিপির ৩ থেকে ৪ শতাংশ আদর্শ মানদন্ড ধরা হয়। সেখানে আমরা অনেকটায় পিছিয়ে। এফডিআইয়ে বাংলাদেশে গত চার-পাঁচ বছর ০ দশমিক ৩ শতাংশের কাছাকাছি রয়েছে। যেখানে ভিয়েতনামে ৪ শতাংশের উপরে। আমাদের বিনিয়োগের জন্য অনেক অবকাঠামোগত সমস্যা আছে। কিন্তু তার বাইরেও বিনিয়োগ আকর্ষণ ও প্রমোশনের ক্ষেত্রে অনেক কাঠামোগত সমস্যা আছে। তাই এই হিটম্যাপ তৈরি করছে বিডা। ভবিষ্যতে বিনিয়োগ আকর্ষণের সব কাজ এই হিটম্যাপকে লক্ষ্য করেই করা হবে।

আজ বুধবার রাজধানীর পুরান পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেন্স’ শীর্ষক সেমিনারে স্বাগত বক্তব্যে এসব কথা জানান, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) হেড অব বিজনেস ডেভলপমেন্ট নাহিয়ান রহমান রচি। ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাসেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।

নাহিয়ান রহমান রচি আরও বলেন, এই হিটম্যাপ করতে গিয়ে দেখা যায় কাঠামোগত সমস্যার বাইরেও আমাদের বিনিয়োগ আকর্ষণ অপরিকল্পিত ও অগোছালো এবং অস্থায়ীভাবে করে আসছি। সাজানো গোছানোভাবে বিনিয়োগ আকর্ষণ করতে পারিনি। শ্রীলংকা ও মালয়েশিয়া এফডিআই’র জন্য গবেষণা করেছে। তারা দেখেছে ভৌগলিকভাবে কোন কোন এলাকায় কোন কোন বিনিয়োগ অগ্রাধিকার পাবে এবং সেই আলোকে একটা গাইডলাইন করেছে। সেই গাইডলাইন অনুযায়ী তারা বিনিয়োগ আকর্ষণ করে থাকে। আমরাও সেই আলোকে এফডিআই হিটম্যাপ করার চেষ্টা করেছি। এজন্য ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিভিন্ন দূতাবাস, ট্রেডবডি ও  বিনিয়োগ সংশ্লিষ্ট ২০টির মতো সংস্থার সাথে কথা বলে ১৯টি খাতকে অগ্রাধিকার দিয়ে ৪টি টার্গেট ঠিক করে একটি ইনডেক্স তৈরি করেছি। ভবিষ্যতে বিনিয়োগের সব কাজ এই হিটম্যাপকে লক্ষ্য করেই করা হবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০