জিটুজি পদ্ধতিতে পাকিস্তান থেকে ৫০ হাজার টন আতপ চাল কিনবে সরকার

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ২১:২৯
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ছবি

ঢাকা, ১৬ জানুয়ারি ২০২৫ (বাসস): পাকিস্তান থেকে (সরকার থেকে সরকার) জিটুজি পদ্ধতিতে ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। আজ বৃহস্পতিবার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, খাদ্য মন্ত্রণালয় ৩০৪ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে পাকিস্তান থেকে 'জিটুজি' পর্যায়ে ৫০ হাজার টন আতপ চাল কেনার প্রস্তাব দেয়। প্রস্তাবটি সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি পর্যালোচনা করে অনুমোদন দেয়। প্রতি টন আতপ চালের দাম নির্ধারণ করা হয়েছে ৪৯৯ মার্কিন ডলার।

এছাড়া খাদ্য মন্ত্রণালয়ের পৃথক একটি প্রস্তাবের আলোকে কমিটি একই সময়ে ২০২৪-২৫ অর্থ বছরের আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-৬ এর আওতায় ৫০ হাজার টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির অনুমোদন দেয়। সিডি ভ্যাট বাদে এ পরিমাণ চাল কিনতে ২৭৭ কোটি ২ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হবে। প্রতি টন চালের দাম ধরা হয়েছে ৪৫৪ দশমিক ১৪ ডলার। 

সূত্র জানিয়েছে, চলতি (২০২৪-২৫) অর্থবছরে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজন এবং জনস্বার্থে আন্তর্জাতিক উৎস থেকে ৬ লাখ টন চাল আমদানির জন্য ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র অনুমোদন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করে গণভোটের আয়োজন করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে : এডভোকেট জুবায়ের
চট্টগ্রামকে হারিয়ে ফাইনালে রংপুর
২০২৫ শান্তিতে নোবেলজয়ী ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদোকে প্রধান উপদেষ্টার অভিনন্দন
ফেব্রুয়ারির নির্বাচন হবে ইতিহাসের সেরা : শফিকুল আলম
সৈয়দ মঞ্জুরুল ইসলামের মৃত্যুতে ঢাবি সাদা দলের শোক
নিউজিল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের
হেফাজতে ইসলাম সবার জন্য পরামর্শকের দায়িত্ব পালন করছেন : এ্যানি
সিলেট-ঢাকা মহাসড়কের বেহাল অবস্থা অবসানের দাবি আরিফুল হক চৌধুরীর
বিএনপি কোনো অবস্থাতেই পিআর পদ্ধতির নির্বাচনে বিশ্বাসী নয় : ডা. জাহিদ হোসেন
১০