বাসস
  ১৬ জানুয়ারি ২০২৫, ২৩:০২

৩ লাখ মেট্রিক টন চাল ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাসের প্রস্তাব অনুমোদন করেছে সরকার

ঢাকা, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস): রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ৩ লাখ মেট্রিক টন চাল ক্রয় প্রক্রিয়ার সময়সীমা হ্রাস করার জন্য আজ নীতিগতভাবে একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ এর বিধি ৮৩ (১) (ক) ধারা মেনে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতি অনুসরণ করে এই পরিমাণ চাল সংগ্রহ করা হবে।

সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ সম্মেলন কক্ষে আজ অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র দ্বিতীয় সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভায় সভাপতিত্ব করেন।