মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার মেট্রিক টন চাল খালাস শুরু

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ২২:৪৮

চট্টগ্রাম, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার মেট্রিক টন আতপ চালের খালাস শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের এটি প্রথম চালান।   

আজ শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে চাল খালাসের কাজ শুরু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।

তিনি জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় সরকার দুই লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে সরকার থেকে সরকার (জি-টু-জি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজটি বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় । আজ শুক্রবার বেলা ১২টার দিকে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। 

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে সন্ধ্যা ৭ টা থেকে চাল খালাসের কাজ শুরু হয়। গড়ে প্রতিদিন প্রায় ৩ হাজার মে. টন চাল খালাস করার লক্ষ্য রয়েছে। সবগুলো চাল খালাস করতে ৭-৮ দিন সময় লাগতে পারে বলে তিনি জানান। 

গত ১৪ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে ২২ হাজার মেট্টিক টন চাল ভর্তি করে বাল্ক ক্যারিয়ার ‘এমভি গোল্ডেন স্টার’ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০