মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার মেট্রিক টন চাল খালাস শুরু

বাসস
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ২২:৪৮

চট্টগ্রাম, ১৭ জানুয়ারি, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে মিয়ানমার থেকে আমদানিকৃত ২২ হাজার মেট্রিক টন আতপ চালের খালাস শুরু হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আমদানিকৃত চালের এটি প্রথম চালান।   

আজ শুক্রবার সন্ধ্যা ৭ টা থেকে চাল খালাসের কাজ শুরু হয় বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম অঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা।

তিনি জানান, উন্মুক্ত দরপত্র চুক্তির আওতায় সরকার দুই লাখ টন চাল কেনার সিদ্ধান্ত নেয়। তারই অংশ হিসেবে সরকার থেকে সরকার (জি-টু-জি) ভিত্তিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২ হাজার মেট্রিক টন আতপ চাল নিয়ে পানামার পতাকাবাহী বাল্ক ক্যারিয়ার ‘এমভি গোল্ডেন স্টার’ নামের জাহাজটি বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায় । আজ শুক্রবার বেলা ১২টার দিকে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভিড়েছে। 

জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহপূর্বক ভৌত পরীক্ষা শেষে সন্ধ্যা ৭ টা থেকে চাল খালাসের কাজ শুরু হয়। গড়ে প্রতিদিন প্রায় ৩ হাজার মে. টন চাল খালাস করার লক্ষ্য রয়েছে। সবগুলো চাল খালাস করতে ৭-৮ দিন সময় লাগতে পারে বলে তিনি জানান। 

গত ১৪ জানুয়ারি মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দর থেকে ২২ হাজার মেট্টিক টন চাল ভর্তি করে বাল্ক ক্যারিয়ার ‘এমভি গোল্ডেন স্টার’ চট্টগ্রাম বন্দরের উদ্দেশে রওনা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাদের দক্ষিণ-পশ্চিমে সংঘর্ষে ৩৫ জন নিহত : সরকার
‘পুতিনের ওপর চাপ সৃষ্টি করার সময় এসেছে’ : যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী
গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালকসহ নিহত ২, আহত ২০
গাজা হত্যাযজ্ঞের প্রতিবাদ : মার্কিন সিনেট থেকে বের করে দেওয়া হলো বেন কোহেনকে
বৈষম্য ঘুচিয়ে নারীদের এগিয়ে নিতে কাজ করছে সরকার : ফয়েজ আহমদ তৈয়্যব
ইউরোপে স্থায়ী হতে পারে ডেঙ্গু ও চিকুনগুনিয়া : গবেষণা
জবি ছাত্র-শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মানার আহ্বান জামায়াতের
বিশ্ব স্বাস্থ্য সংস্থার বৈঠকে মহামারি চুক্তি ও বাজেট সংকোচন নিয়ে আলোচনা
যুদ্ধবিরতি আলোচনায় রাশিয়া ‘যথেষ্ট আন্তরিক’ নয় : জেলেনস্কি
বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি চায়না সোহেল গ্রেফতার
১০